চিঠি লিখে ৪ কোটির পোরশে রেখে উধাও!

রাজধানীর হাতিরঝিল থেকে জার্মানির তৈরি বিলাসবহুল পোরশে গাড়ি উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা। সোমবার সকালে হাতিরঝিলের একটি ব্রিজের ওপর থেকে গাড়িটি উদ্ধার করা হয়। এ সময় গাড়িটিতে চাবিসহ একটি চিঠি পাওয়া যায়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মঈনুল খান যুগান্তরকে বলেন, 'গাড়িটি ২০১০ সালে রিলিজ স্লিপের মাধ্যমে ফরিদা ইয়াসমিন নামের এক লন্ডন প্রবাসী দেশে নিয়ে আসেন।
তবে এর রেজিস্ট্রেশন করা হয়নি।' তিনি বলেন, 'দীর্ঘদিন ধরে গাড়িটি আমাদের ওয়ান্টেড তালিকায় ছিল। সবশেষ গত রাতের কোনো এক সময় গাড়িটি হাতিরঝিলে ফেলে রেখে যান এর বর্তমান ব্যবহারকারী।' আনুমানিক চার কোটি মূল্যের পোরশে কায়ানে ৯৫৫ মডেলের গাড়িটি ২০০৫ সালে তৈরি। ২০১০ সালে চট্টগ্রাম বন্দর দিয়ে এটিকে বাংলাদেশে নিয়ে আসা হয়।

No comments

Powered by Blogger.