দুর্দান্ত জয়ে সিরিজে সমতা পাকিস্তানের

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দুর্দান্ত জয় পেয়ে সিরিজে সমতা এনেছে পাকিস্তান। রোববার গায়ানায় অনুষ্ঠত ম্যাচে পাকিস্তান জয় পেয়েছে ৭৪ রানে। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান করেছিল ৫ উইকেটে ২৮২ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৪৪.৫ ওভারে ২০৮ রানে অল আউট হয়ে যায়। ফলে ৩ ম্যাচ সিরিজে ১-১ সমতা হলো এখন। হাসান আল ৫ উইকেট নিয়ে এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর আগে বাবব আজম পাকিস্তানকে জয়ের ভিত গড়ে দেন। ২৫ ওয়ানডের ক্যারিয়ারে এটি তার পঞ্চম সেঞ্চুরি। সাথে আছে ৬টি হাফ সেঞ্চুরি, আর গড় ৫১। ব্যাটিং স্টাইল আর পারফরম্যান্সের বিচারে তাকে এখনি ভাবা হচ্ছে পাকিস্তানের পরবর্তী ব্যটিং স্তম্ভ। কেউবা আবার তাকে পরবর্তী মোহাম্মদ ইউসুফ হিসেবেও আখ্যা দিচ্ছেন। রোববার গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যেন আরো একবার তার প্রমাণ দিলেন বাবর আজম।
সময়োপযোগী দুর্দান্ত এক সেঞ্চুরিতে এদিন সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে এনে দিয়েছেন লড়াই করার মত পুজি। ২২ বয়সী এই তরুণের ১৩২ বলে অপরাজিত ১২৫ রানের ইনিংসে ছিলো ৭টি চার আর তিনটি ছক্কার মার। এর এতে ভর করেই পাকিস্তান আগে ব্যাট করে নির্ধারিত পঞ্চাশ ওভারে সংগ্রহ করেছে ৫ উইকেটে ২৮২ রান। ৬ষ্ঠ উইকেটে অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের সাথে বাবর আজম গড়েছেন ৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি। আর এতেই পাকিস্তানের সংগ্রহ পৌছে গেছে দুইশো আশির কোটায়। ৩৫ বলে ৪৩ রানে অপরাজিত ছিলেন ইমাদ। এছাড়া মোহাম্মদ হাফিজ ৩২ ও অধিনায়ক সরফরাজ আহমেদ ২৬ রান করেন।

No comments

Powered by Blogger.