বাল্যবিবাহের বিশেষ বিধান কেন অবৈধ নয়

বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭-এর বিশেষ বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার দুপুরে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদেশে আদালত মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ৪ এপ্রিল বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর বিশেষ বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফাওজিয়া করিম।
রিটে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর বিশেষ বিধানের স্থগিতাদেশ চাওয়া হয়। বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ১৯ ধারায় বিশেষ বিধান রাখা হয়েছে। ওই বিশেষ বিধানে বলা হয়েছে- "এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, বিধি দ্বারা নির্ধারিত কোনো বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্ত বয়স্কের সর্বোত্তম স্বার্থে, আদালতের নির্দেশ এবং পিতা-মাতা বা প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবকের সম্মতিক্রমে, বিধি দ্বারা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণক্রমে, বিবাহ সম্পাদিত হইলে উহা এই আইনের অধীন অপরাধ বলিয়া গণ্য হইবে না।" এই বিশেষ বিধানের বিরুদ্ধে দায়ের করা রিটের পক্ষে আজ আদালতে শুনানি করেন ওই রিটকারী আইনজীবী।

No comments

Powered by Blogger.