শিশুরা ঘুরবে লাল-সবুজের পোশাকে

বড়দের পাশাপাশি শিশুদের জন্যও স্বাধীনতা দিবস উপলক্ষে পোশাক এনেছে দেশীয় ফ্যাশন হাউসগুলো। লাল-সবুজ রঙের কাপড়ে তৈরি এসব পোশাকের নকশায় তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে। লিখেছেন- গাজী মুনছুর আজিজ স্বাধীনতা দিবস উপলক্ষে লাল-সবুজ রঙের পোশাক এনেছে দেশীয় ফ্যাশন হাউসগুলো। শুধু বড়দের জন্য নয়, ছোটদের জন্যও এসব হাউসে আছে লাল-সবুজের পোশাক। এসব পোশাকের নকশায় উপস্থাপন করা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে। ফ্যাশন হাউস রঙ বাংলাদেশের রঙ জুনিয়র বরাবরের মতো এবারও এনেছে ছোটদের জন্য স্বাধীনতার আমেজের পোশাক। এসব পোশাকের মধ্যে আছে পাঞ্জাবি, ফতুয়া, শার্ট ও টি-শার্ট। আরামদায়ক কাপড়ে এসব পোশাক তৈরি করা হয়েছে। ফ্যাশন হাউস বিশ্ব রঙেও আছে ছোটদের জন্য স্বাধীনতার পোশাক। ফ্যাশন হাউস সাদাকালো, অঞ্জন’স, কে ক্র্যাফট, দেশাল বা নগরদোলাতেও পাওয়া যাবে শিশুদের জন্য স্বাধীনতার আমেজের পোশাক। ফ্যাশন হাউস মেঘ এবারও বড়দের পাশাপাশি ছোটদের প্রাধান্য দিয়ে স্বাধীনতা দিবসের পোশাক তৈরি করেছে। তাদের পোশাকের মধ্যে আছে ফ্রক, ফতুয়া ও টি-শার্ট। আরামদায়ক সুতি কাপড়ে লাল-সবুজ রঙে এসব পোশাক তৈরি করা হয়েছে। আর নকশায় তুলে ধরা হয়েছে জাতীয় পতাকা, সাত বীরশ্রেষ্ঠের নাম, মুক্তিযুদ্ধের কবিতা,
মুক্তিযুদ্ধের গানসহ মুক্তিযুদ্ধের নানা বিষয়। অন্যদিকে দেশীয় ফ্যাশন হাউস নিত্য উপহারে এবারও পাওয়া যাবে ছোটদের জন্য স্বাধীনতা দিবসের টি-শার্ট। অন্য বছরের মতো এবারও আজিজ সুপার মার্কেট থেকে নিজের ছেলেমেয়েদের জন্য স্বাধীনতা দিবসের পোশাক কিনতে এসেছেন এলিফ্যান্ট রোডের আকলিমা বেগম। তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস কিংবা বিজয় দিবস এলে আজিজ সুপার মার্কেটে একবার আসি। কারণ, এজাতীয় দিবসের পোশাকগুলো এ মার্কেটের অনেক দোকানেই পাওয়া যায়। আর এ পোশাকগুলো কেবল পোশাকই নয়, এগুলো ছেলেমেয়েদের মুক্তিযুদ্ধ বা দেশ সম্পর্কে জানার মাধ্যমও। এসব পোশাক পরে ওরা মুক্তিযুদ্ধকে যেমন জানতে পারছে, তেমনি মুক্তিযুদ্ধের চেতনাকেও ধারণ করছে মনের গভীরে। আর সেজন্যই এসব পোশাক কিনতে বরাবর ছুটে আসি এ মার্কেটে। আজিজ সুপার মার্কেটের ফ্যাশন হাউস মেঘের বিক্রয়কর্মী আল আমিন বলেন, ডিসেম্বর বা স্বাধীনতার মাস এলে ক্রেতারা পতাকার রঙের বা লাল-সবুজ রঙের পোশাক খোঁজ করেন। বিশেষ করে শিশুদের পোশাকগুলো ক্রেতারা বেশি খোঁজ করেন। এসব ফ্যাশন হাউস ছাড়াও স্বাধীনতা দিবস উপলক্ষে শাহবাগের আজিজ সুপার মার্কেটের বিভিন্ন ফ্যাশন হাউসে ছোটদের জন্য স্বাধীনতার পোশাক পাওয়া যাবে। এসব হাউসে ছোটদের টি-শার্ট ৩০০ থেকে ৩৫০, ফ্রক ৪৫০ থেকে ৭৫০, ফতুয়া ৪৫০ থেকে ৭০০ ও পাঞ্জাবি ৫০০ থেকে ৭৫০ টাকায় কেনা যাবে।

No comments

Powered by Blogger.