প্রধানমন্ত্রীর পোস্টারে ভুল, ফরিদপুর জেলা আ’লীগে তোলপাড়

ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে আগামী ২৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার পোস্টারে বানান ভুলকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগে তোলপাড় শুরু হয়েছে। বিষয়টি নিয়ে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। বিষয়টি চোখে পড়ার পর নতুন করে আর পোস্টার লাগানো হচ্ছে না। জানা গেছে, ফরিদপুর জেলা আওয়ামী লীগের তত্ত্বাবধানে এই পোস্টারটি ছাপানো হয়। এই পোস্টারে প্রধানমন্ত্রীকে ‘গণতন্ত্রের মানসকন্যা’র স্থলে ‘গণতন্ত্রের মানষকন্যা’ হিসেবে উল্লেখ করা হয়। এরপর গত শনিবার থেকে শহরের বিভিন্ন স্থানে পোস্টারটি লাগানো হয়।
এর একদিন পর বিষয়টি সকলের দৃষ্টিগোচর হয়। ‘মানসকন্যা’র স্থলে ‘মানষকন্যা’ লেখায় অনেকেই বিষয়টি নিয়ে বিরূপ মন্তব্য করেন। এবাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর জনসভার পোস্টার হেতু বিষয়টি গুরুতর। গুরুত্বের সাথে বিষয়টি দেখছি আমরা।

No comments

Powered by Blogger.