বাগদাদে গাড়ি বোমায় নিহত ২৩

ইরাকের রাজধানী বাগদাদে কার বোমা হামলায় ২৩ জন নিহত ও অন্তত ৪৫ জন আহত হয়েছেন। সোমবার রাতে বাগদাদের দক্ষিণের শিয়া অধ্যুষিত জেলা আমিলে এ ঘটনা ঘটে। খবর রয়টার্স, বিবিসির। পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে, জেলার ব্যস্ততম বাণিজ্যিক সড়কে রাতে আত্মঘাতী এ বিস্ফোরণ হয়। আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটিতে এ ধরনের আত্মঘাতী হামলার জন্য জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করা হয়ে থাকে। আইএস ২০১৪ সাল থেকে সিরিয়ার নিকটবর্তী ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল দখল করে আছে। সম্প্রতি যৌথ বাহিনীর নেতৃত্বে শহরটি দখলে সরকারি বাহিনী উদ্যোগ নিলে আইএসের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। বাগদাদে এমন সময় হামলার এ ঘটনা ঘটল, যখন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম বৈঠকে মিলিত হতে যাচ্ছেন। দেশ ছাড়ার আগে এক ভিডিও বার্তায় হায়দার ঘোষণা দেন, 'ইরাক থেকে জঙ্গিগোষ্ঠী আইএস নির্মূল চূড়ান্ত পর্যায়ে রয়েছে।'

No comments

Powered by Blogger.