ট্রাম্পের সম্পদ কমে গেছে!

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পদের পরিমাণ কমে গেছে। হ্যাঁ, এমন তথ্যই উঠে এসেছে বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায়। তালিকায় তার নামটি নেমে গেছে ২০০ ধাপেরও নীচে। তবে আরো একবার বিশ্বের সবচেয়ে ধনী বিলিয়নিয়ারের জায়গাটি ধরে রাখলেন মাইক্রোসফটের কো-ফাউন্ডার বিল গেটস। পরপর চারবার শীর্ষে থাকা বিল গেটসের সম্পত্তির পরিমাণ ৮৬ বিলিয়ন মার্কিন ডলার। গেটসের পরেই রয়েছেন বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান ওয়ারেন বাফেট। বাফেটের সম্পত্তির পরিমাণ ৭৫.৬ মার্কিন ডলার। ধনপতিদের এই তালিকায় প্রাধান্য আমেরিকানদেরই। তার মধ্যে এবার অনেকেই ঢুকে পড়েছেন টেকনোলজি সেক্টর থেকে। ফোর্বসের প্রথম দশ বিলিয়নিয়ারের মধ্যে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ ছাড়াও রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।
জেফ রয়েছেন তিনে। জুকেরবার্গ পাঁচে। ওরাকল-এর কো-ফাউন্ডার ল্যারি এলিসন আছেন ৭-এ। ফোর্বস জানিয়েছে, শেষ এক বছরে বিলিয়নিয়ার ১৩% বেড়ে হয়েছে ২,০৪৩। বিগত ৩১ বছরে এটাই হল সবচাইতে বেশি বার্ষিক বৃদ্ধি। সবমিলিয়ে ৫৬৫ জন বিলিয়নিয়ার রয়েছেন শুধু আমেরিকা থেকেই। বিলিয়নিয়ারের সংখ্যায় দ্বিতীয় স্থানটি চীনের। ৩১৯ জন ধনপতি। ১১৪ জন বিলিয়নিয়ার নিয়ে তৃতীয় স্থানে জার্মানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেমেছেন ২২০ ধাপ। ফোর্বসের বর্তমান বিলিয়নিয়ারের তালিকায় তিনে রয়েছেন ৫৪৪ নম্বর স্থানে। সম্পত্তির পরিমাণ ৩.৫ মিলিয়ন ডলার।

No comments

Powered by Blogger.