ডাকাতের হামলায় উপজেলা চেয়ারম্যানসহ আহত ৫

সিলেটে রাস্তায় গাড়ি আটকে উপজেলা চেয়ারম্যান, সাংবাদিকসহ কয়েকজনের ওপর হামলা চালিয়েছে ডাকাতরা। হামলায় গোয়াইনঘাটের উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিনসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। এরমধ্যে সাংবাদিক মতিনের অবস্থা গুরুতর। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার গভীর রাতে গোয়াইনঘাট-সালুটিকর সড়কের ধামাইর হাওর এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, গাড়ি দাঁড় করানোর পর ডাকাতরা গোয়াইনঘাটের উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
তাদের কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। এসময় পেছনে থাকা আরো ৩/৪ টি গাড়ির যাত্রীদের ওপরও হামলা চালায় ৭/৮ জনের ডাকাতদল। হামলায় আরো ৩ যাত্রী আহত হন। পরে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে সালুটিকর ফাঁড়ির পুলিশ আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যায়। গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মঙ্গলবার সকালে তিনি যুগান্তরকে বলেন, তবে এই ঘটনায় কোনো মামলা হয়নি, কেউ গ্রেফতারও নেই।

No comments

Powered by Blogger.