ক্যাপ্টেন শহিদুল্লাহর প্রতিবেদন প্রকাশ

মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের সহযোগিতা না করে পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে নেয়া ক্যাপ্টেন (অব.) শহীদুল্লাহ’র (৭২) বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছেন আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ মঙ্গলবার ধানমন্ডিস্থ তদন্ত সংস্থার কার্যালয়ে সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান এ প্রতিবেদন প্রকাশ করেন। এ সময় তদন্ত কর্মকর্তা সানাউল হক উপস্থিত ছিলেন।
ক্যাপ্টেন শহিদুল্লাহর বিরুদ্ধে হত্যা, নির্যাতন ও অগ্নিসংযোগের তিনটি অভিযোগ আনা হয়েছে। গত বছরের ১৭ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজকের দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। গত বছরের ৩ আগস্ট ক্যাপ্টেন শহিদুল্লাহকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই বছরের ২ আগস্ট ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারির পরিপ্রেক্ষিতে রাত ১টার দিকে কুমিল্লার দাউদকান্দির আমিরাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

No comments

Powered by Blogger.