সেরেনাকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেন জিতলেন মুগুারুজা

শিরোপা জয়ের পর আবেগাপ্লুত মাগুরুজা
ফ্রেঞ্চ ওপেনের শিরোপা ধরে রাখতে পারলেন না বিশ্বের এক নম্বর টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। ফাইনালে আজ মার্কিন এই তারকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন স্পেনিশ গাবরাইন মুগুরুজা।
ফাইনালে সেরেনাকে সরাসারি সেটে পরাজিত করে মগুরুজা। শুরু থেকেই দাপটের সাথে খেলে ৭-৫ ও ৬-৪ ম্যাচ জিতে নেন ২২ বছর বয়সি এই স্পেনিশ। সেরেনার সামনে সুযোগ ছিল স্টেফি গ্রাফের ২২টি গ্রা-স্লাম জেতার রেকর্ড স্পর্শ করার। কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারেননি উইলিয়ামস পরিবারের ছোট কন্যা। সর্বোচ্চ ২৪টি শিরোপা জিতে শীর্ষে আছেন মার্গারেট কোর্ট। এদিকে ১৯৯৮ সালের পর প্রথম কোনো স্প্যানিশ হিসেবে ফ্রেঞ্চ ওপেন জয়ের রেকর্ড গড়লেন মুগুরুজা। সর্বশেষে সানচেজ ভিসারিও প্যারিসে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন।

No comments

Powered by Blogger.