আজ ব্রাজিলে নেই নেইমার, নেই আরো অনেকে

নেইমার খেলছেন না। তার ওপর চোটের জন্য এক এক করে ছিটকে গেছেন ডগলাস কোস্তা, কাকা, রাফিনহা, ওস্তাভো, অলিভেইরা, এডারসনের মতো ফুটবলাররা। কিন্তু কী আর করা যাবে। পরিবর্তে একঝাঁক তরুণ ফুটবলারকে জায়গা করে দিয়েছেন ব্রাজিল দলে। কোচ কার্লোস দুঙ্গা বড় মুখ করে বলছেন, ‘‌জানি, ওদের অনেকেরই বয়স খুবই কম। কিন্তু এই তরুণ ফুটবলারদের কোয়ালিটি আছে। ব্রাজিলের প্রথম দলে খেলার যোগ্য, এটা প্রমাণ করার সুযোগ ওরা পেয়েছে।’‌ লুকাস লিমা, ওয়ালেস, গানসো, জোনাস, লুকাস মৌরাদের মতো তরুণ ব্রিগেডের ওপর বিরাট আস্থা রেখে কোপা সেন্টিনারিতে আজ রোববার অভিযান শুরু করছে সেলেকাওরা। বিপক্ষ ইকুয়েডর। কোপায় এই দলের বিরুদ্ধে ব্রাজিলের রেকর্ড রীতিমতো ঈর্ষণীয়। ১৩টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে ১২টিতেই জিতেছে ব্রাজিল। তবুও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ দুঙ্গা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি জোর দিয়েছেন বল পজেশনের ওপর। দুঙ্গা বলেছেন, ‘‌দীর্ঘ সময় ধরে ইকুয়েডর দলটা একসঙ্গে খেলছে। ওরা দল হিসেবে শক্তিশালী, খুব দ্রুত ছুটতে পারে। কীভাবে একটা দল হয়ে খেলতে হয়, তা ওরা জানে।’‌
এই মুহূর্তে ক্যালিফোর্নিয়ায় বেশ গরম। এই ব্যাপারটাও মাথায় রাখতে হচ্ছে ব্রাজিলের হেডমাস্টারকে। তাই তো তিনি বল ধরে খেলার ওপর বাড়তি জোর দিয়েছেন। ব্রাজিল অধিনায়ক নেইমার কোপায় খেলছেন না। তাকে সেলেকাওরা পাবে নিজেদের দেশে অনুষ্ঠেয় অলিম্পিকে। দুঙ্গা চেয়েছিলেন, দলের সেরা অস্ত্রকে কোপা সেন্টিনারিতেও পেতে। কিন্তু বার্সিলোনা রাজি হয়নি নেইমারকে ছাড়তে। এ ব্যাপারে আক্ষেপ থাকলেও মেনে নিয়েছেন দুঙ্গা। নেইমারহীন ব্রাজিল বরং ভরসা রাখছে স্যান্টোসের অ্যাটাকিং মিডফিল্ডার লুকাস লিমার ওপর। ২৫ বছরের এই ফুটবলারের খেলা ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে। ঐতিহ্যের ১০ নম্বর জার্সিতে তিনি কি পারবেন নেইমারের অভাব পূরণ করতে?‌ ব্রাজিলকে জয়ের রাস্তা দেখাতে?‌ অন্য দিকে প্রথম ম্যাচেই ব্রাজিলের মুখে পড়ে চিন্তিত ইকুয়েডর কোচ গুস্তাভো কুইন্তেরস। রাখঢাক না রেখে পরিষ্কারই জানিয়ে দিয়েছেন, ‘‌এই ম্যাচ আমাদের কাছে গুরুত্বপূর্ণ ঠিকই। কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ পরের ম্যাচটা।’‌ হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন, ব্রাজিলের বিরুদ্ধে ড্র করলেই তারা সন্তুষ্ট!‌‌

No comments

Powered by Blogger.