সেলফিতেই ফোন লক-আনলক

চীনা সংস্থা আলিবাবা ডট কম সম্প্রতি তাদের অ্যাপে সেলফিকেই পাসওয়ার্ড হিসেবে ব্যবহারের পদ্ধতি চালু করেছে। এতে আপনার স্মার্টফোন কিংবা ট্যাবের ক্যামেরায় ছবি তুলে তা পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা যাবে। এক প্রতিবেদনে এই গোটা বিষয়টি জানিয়েছে ‘হিন্দুস্তান টাইমস’। এ অবস্থায় আপনি যখন লগইন করতে চাইবেন তখন চট করে একটি সেলফি তুলে নিতে হবে। এতে যদি চেহারা মিলে যায় তবে পাসওয়ার্ড মিলে গেছে বলে ধরা হবে। অন্যদিকে আপনার চেহারা যদি তাতে ফোনে থাকা ছবির সঙ্গে না মেলে তাহলে পাসওয়ার্ড মেলেনি বলে ধরা হবে। ‘প্রাইভেসি নাইট’ নামে অ্যাপে সেলফির মাধ্যমে লক করার এ যুগান্তকারী পদ্ধতি চালু করেছে আলিবাবা। এতে যে ফিচারটির সাহায্যে অ্যাপ লক-আনলক করা হচ্ছে তাকে ফেস লক নাম দেয়া হয়েছে।
অন্যান্য পদ্ধতির চেয়ে এই পদ্ধতিটি অনেক ভালো, এমনটাই দাবি সংস্থাটির। আলিবাবা ডট কম এক বিবৃতিতে জানিয়েছে, প্রাইভেসি নাইটে ব্যবহারকারীরা তাদের অ্যাপ এক সেকেন্ডের সেলফির মাধ্যমে আনলক করতে পারবেন। এ বিষয়ে আলিবাবার ম্যানেজার কর্মকর্তা ইব্রাহিক পোপেত বলেন, ‘ ফেস লক মানুষের প্রাইভেসি রক্ষার উপায়কে পরিবর্তন করতে চায়। এটি ফিঙ্গারপ্রিন্ট লকের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে যাচ্ছে।’ সম্প্রতি পাসওয়ার্ডের বেশ কিছু ত্রুটি ধরা পরেছে। প্রায়ই পাসওয়ার্ড চুরি কিংবা হ্যাকিংয়ের ঘটনা ঘটছে, যার মাধ্যমে কম্পিউটার ডিভাইসের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এ সমস্যা সমাধানে ফিঙ্গারপ্রিন্ট কিংবা ফেস লকের মতো বিভিন্ন ব্যবস্থা নিয়ে বেশ জোর দিয়ে গবেষণা করা হচ্ছে।

No comments

Powered by Blogger.