ঈদের নাটকে রিয়াজ-সুমাইয়া শিমু

প্রায় এক যুগ আগে চিত্রনায়ক রিয়াজ ও অভিনেত্রী সুমাইয়া শিমু এক সাথে একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে প্রথম কাজ করেন। ইউরো অরেঞ্জের বিজ্ঞাপনে তারা দু’জন প্রথম এক সাথে কাজ করেন। বিজ্ঞাপনটি দর্শকের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। এরপর তারা দু’জন প্রথম এক সাথে নাটকে অভিনয় করেন এস এ হক অলিকের নির্দেশনায় ‘কুড়িয়ে পাওয়া সুখ’ নাটকে। তারপর ফেরদৌস হাসান রানাসহ আরো বেশ কয়েকজন পরিচালকের নির্দেশনায় তাদের দু’জনকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে দেখা যায়। বেশ কয়েক বছর বিরতির পর তারা দু’জন আবারো অভিনয় করলেন দু’টি ঈদ নাটকে। একটি নাটকের ঈদের শুটিং শেষ করেছেন বৃহস্পতিবার। নাটকের নাম ‘ইরিনা’। এটি লিখেছেন তামজিদ রহমান এবং নির্মাণ করেছেন পারভেজ আমিন। দু’জন মানুষের একাকী থাকার গল্প নিয়ে নাটকটির গল্পের এগিয়ে চলা। তারপর দেখা হয় দু’জন মানুষের। একজন ইরিনা অন্যজন আমজাদ। নাটকটি আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। সুমাইয়া শিমুর সাথে কাজ করা প্রসঙ্গে রিয়াজ বলেন,‘সুমাইয়া শিমু একজন শিক্ষিত অভিনেত্রী। খুব শান্তশিষ্ট চুপচাপ স্বভাবের একজন মানুষ।
খুব ভালো একজন অভিনেত্রীও বটে। এমন লক্ষ্মী মেয়ের সাথে কাজ করেও ভালো লাগে। ইরিনা নাটকের গল্প খুব ভালো লেগেছে।’ রিয়াজের সাথে কাজ করা প্রসঙ্গে সুমাইয়া শিমু বলেন, ‘রিয়াজ ভাইয়ের সাথে যখন আমি প্রথম কাজ করি তখন বলা যায় আমি নতুনই। প্রথম কোনো সুপারস্টারের সাথে আমার কাজ করা। তাই ভয়ভীতি ছিলই আমার মনের ভেতর। কিন্তু তিনি এতটাই সহযোগিতাপরায়ণ ছিলেন যে আমি অনেক আন্তরিকতা নিয়ে কাজটি করেছিলাম। একজন শিল্পীর সাথে ব্যক্তি সম্পর্ক ভালো হলে কাজের আউটপুটও যে অনেক ভালো হয় তা রিয়াজ ভাইয়ের সাথে কাজ করলে বোঝা যায়। অত্যন্ত ভালো মনের একজন মানুষ রিয়াজ ভাই।’ এ দিকে রিয়াজ ও সুমাইয়া শিমু গত সপ্তাহে কবরীর নির্দেশনায় শেষ করেছেন ঈদ নাটক ‘ভালো থেকো’র কাজ। এটি রচনা করেছেন আকাশ রঞ্জন। আসছে ঈদে বাংলাভিশনে প্রচার হবে ‘ভালো থেকো’ নাটকটি।

No comments

Powered by Blogger.