মুসলিম বিধায়ককে বিধানসভাতেই পেটালেন বিজেপির বিধায়করা

নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো ভারতের জম্মু-কাশ্মীর বিধানসভা। বুধবার বিধায়ক হোস্টেলের লনে পার্টির আয়োজন করেছিলেন স্বতন্ত্র বিধায়ক শেখ আবদুল রশিদ। পার্টিতে কয়েকজন মুসলিম অতিথিকে গরুর মাংস পরিবেশন করেন তিনি। সেই ‘অপরাধে’ পরদিন (আজ) রশিদকে বিধানসভা কক্ষেই পেটালেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়করা। এ নিয়ে বিধানসভায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। রশিদকে পোটানোর দৃশ্য মূহূর্তে গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিধানসভার মধ্যেই পাঞ্জাবির কলার ধরে তাকে টেনেহিঁচড়ে ঘাড় ধাক্কা দেয়া হয়।
তাতেও ক্ষোভ না মিটলে বেধড়ক পেটাতে থাকে ওই বিধায়ককে। ফলে, বৃহস্পতিবার সকালে বিধায়ক প্রকৌশলী রশিদ বিধানসভায় ঢুকতেই তার ওপর চড়াও হন বিজেপি বিধায়করা। একেবারে জোট বেঁধে! তারপর বেশ কিছুক্ষণ ধরে বিধানসভার অধিবেশন কক্ষের মধ্যেই চলে তাণ্ডব। স্বতন্ত্র বিধায়ককে টেনেহিঁচড়ে, ধাক্কাধাক্কি, গালাগাল ও মারধর করা হয়। নিগৃহীত নির্দল বিধায়ক রশিদ ওই ঘটনায় স্পিকারের হস্তক্ষেপ ও জড়িত বিজেপি বিধায়কদের শাস্তির দাবি জানিয়েছেন। বিজেপি বিধায়কদের এ দিনের আচার-আচরণকে রীতিমতো কটাক্ষ করে সাবেক মুখ্যমন্ত্রী ও বিরোধী দল ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা বলেন, ‘আমাদের ধর্মে (ইসলাম) মদ্যপানকে অমার্জনীয় অপরাধ বলে ধরা হয়। তাই বলে কি যে সব বিধায়ক বাড়িতে মদ্যপান করেন, তাদের ধরে আমরা পেটাব? এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।

No comments

Powered by Blogger.