জিনপিংয়ের ছবি এঁকে শিল্পি শ্রীঘরে

চীনের কমিউনিস্ট নেতা শি জিনপিংয়ের ব্যঙ্গচিত্র আঁকার কারণে এক চিত্রশিল্পীকে আটক করেছে পুলিশ। একটি মানবাধিকার গ্র“প এ খবর জানায়। সাংহাই পুলিশের হাতে আটক হওয়া চিত্রশিল্পীর নাম দাই জিয়ানইয়ং। তিনি একজন আলোকচিত্রীও বটে। চীনা ও আন্তর্জাতিক মানবাধিকার গ্র“পগুলোর একটি জোট চাইনিজ হিউম্যান রাইটস ডিফেন্ডারস জানায়,
দাই বুধবার শি জিনপিংয়ের ব্যঙ্গচিত্রটি অনলাইনে প্রকাশ করে। ব্যাঙ্গচিত্রে চীনা প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টি প্রধান শি জিনপিংকে নাৎসি জার্মানির নেতা এডলফ হিটলারের মতো গোঁফওয়ালা এবং কপালে ভাঁজ পড়া দেখানো হয়েছে। এ বিষয়ে মন্তব্যের জন্য শুক্রবার থাই পুলিশের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। দাইকে সাংহাইয়ের চাংনিং জেলার কর্তৃপক্ষ প্রশাসনিক আটকাবস্থায় রেখেছে। তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হতে পারে। মিড ডে।

No comments

Powered by Blogger.