মিশেলকে প্লানেট অব দি অ্যাপস চরিত্রের সঙ্গে তুলনা

মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাকে জনপ্রিয় মুভি ‘প্লানেট অব দি অ্যাপস’র একটি চরিত্রের সঙ্গে তুলনা করায় যুক্তরাষ্ট্রে স্প্যানিশ ভাষার টেলিভিশন ইউনিভিশনের এক নামি উপস্থাপককে বরখাস্ত করা হয়েছে। ইউনিভিশন বৃহস্পতিবার জানায়, বুধবার সন্ধ্যায় টেলিভিশনে ‘এল গর্দো ওয়াই লা ফ্লাকা’ অনুষ্ঠান চলাকালে ভেনিজুয়েলার উপস্থাপক রডনার ফিগুয়েরোয়া মার্কিন ফার্স্ট লেডি সম্পর্কে এ মন্তব্য করেন। সঞ্চালকরা যখন একজন মেকআপ শিল্পী যিনি নিজেকে মিশেল ওবামাসহ বিভিন্ন নারী সেলিব্রেটির রূপদান করেছিলেন তাকে নিয়ে আলোচনার সময় ওই টিভি উপস্থাপক এ মন্তব্য করেন। ফিগুয়েরোয়া স্প্যানিশ ভাষায় ‘মিশেল ওবামাকে প্লানেট অব দি অ্যাপস’র একটি চরিত্রের সঙ্গে তুলনা করেন। এর পরপরই ইউনিভিশন ফিগুয়েরোয়াকে বরখাস্ত করে। ইউনিভিশন এক বিবৃতিতে জানায়, গতকাল বিনোদনমূলক ‘এল গর্দো ওয়াই লা ফ্লাকা’ অনুষ্ঠান চলাকালে রডনার ফিগুয়েরোয়া মার্কিন ফার্স্ট লেডি সম্পর্কে যে মন্তব্য করেন তা পুরোপুরি নিন্দনীয়। বিবৃতিতে আরও বলা হয়, ‘ফিগুয়েরোয়াকে বরখাস্ত করা হয়েছে।’ এএফপি

No comments

Powered by Blogger.