পাকিস্তানে লাখভির জামিন ভারতে ক্ষোভ

লাখভির আটকাদেশ অবৈধ। বেআইনিভাবে আটক রাখা হয়েছে। তাই অবিলম্বে মুম্বাই হামলার প্রধান অভিযুক্ত লস্কর নেতা জাকিউর রহমান লখভিকে মুক্তি দিতে পাক প্রশাসনকে নির্দেশ দিলেন ইসলামাবাদ হাইকোর্ট। শুক্রবার লস্কর-ই-তৈবা নেতা লাখভিকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি নুরুল হক। তার বক্তব্য, সম্পূর্ণ অবৈধ উপায়ে জঙ্গি নেতাকে হাজতে আটক রাখা হয়েছে। ৫ মার্চ প্রশাসনের তরফে ভারতের মুম্বাই হামলায় (২০০৪) জঙ্গি নেতার বিরুদ্ধে আনা সব অভিযোগ এবং এক আফগান নাগরিককে অপহরণের অভিযোগ সংক্রান্ত যাবতীয় নথি আদালতে জমা দেয়া হয়। সেই সঙ্গে জমা দেয়া হয় জঙ্গি নেতাকে আটক রাখা সম্পর্কে পাক সুপ্রিমকোর্টের রায়ের প্রতিলিপি। শুনানিতে লাখভির আইনজীবী রাজা রিজওয়ান আব্বাসি অভিযোগ করেন, মুম্বাই হামলা মামলায় জামিন পাওয়ার পর যেভাবে তার মক্কেলকে জেলে আটকে রাখার পরিকল্পনা হয়,
সেভাবেই ফের তার বিরুদ্ধে অন্য একটি মামলা সাজানোর তোড়জোড় চালাচ্ছে পাকিস্তান সরকার। এদিকে লাখভিকে পাকিস্তানের একটি আদালত জামিন দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। লাখভির জামিনের বিরোধিতা করে এ ঘটনায় ভারতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারকে তলব করা হয়েছে। লাখভির জামিনের খবরে ভারতের রাজ্যসভা উত্তপ্ত হয়ে ওঠে। সদস্যরা বলেন, মুম্বাই হামলায় অভিযুক্তদের শাস্তি দিতে পাকিস্তান তার প্রতিশ্র“তি পূরণ করছে না। ভারতের সংসদবিষয়ক মন্ত্রী বেঙ্কইয়া নাইডু বলেছেন, ‘পাকিস্তান লাখভিকে ভারতের হাতে তুলে দিক।’ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু বলেছেন, ‘পাকিস্তান সরকারকে দায়িত্বের সঙ্গে আইনি ব্যবস্থার মাধ্যমে উপায় বের করতে হবে যাতে লাখভি জেল থেকে বেরোতে না পারে।’ লাকভি যাতে জেল থেকে মুক্তি না পায় সেজন্য সরকারকে দৃঢ়ভাবে তার পদক্ষেপ নিতে হবে বলেও জানান কিরণ রিজিজু। কেন্দ্রীয় মন্ত্রীরা এসব কথা বললেও বিজেপি নেতা সুব্রমনিয়াম স্বামী বলেছেন, ‘আমার মনে হচ্ছে, পাকিস্তানের সঙ্গে আলাপ-আলোচনায় কোনো ফায়দা হবে না। এবার পাকিস্তানের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করার প্রয়োজন, তাহলে কিছু সমাধান হতে পারে।’

No comments

Powered by Blogger.