অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদের প্রস্তাব সুইডেনের

সুইডেনের প্রসিকিউটররা শুক্রবার লন্ডনে গিয়ে জুলিয়ান অ্যাসাঞ্জকে (৪৩) জিজ্ঞাসাবাদের প্রস্তাব দিয়েছেন। উইকিলিকসের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে সুইডেনে ধর্ষণের অভিযোগ রয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেফতার এড়াতে তিনি লন্ডনের ইকুইডোর দূতাবাসে আশ্রয় নিয়েছেন।
২০১০ সালে সুইডেনে দুই নারী অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগ করেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। কিন্তু স্টকহোম তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে এই আশংকায় অ্যাসাঞ্জ সুইডেনে গিয়ে তার বিরুদ্ধে আনীত অভিযোগ খণ্ডন করতে অস্বীকৃতি জানান। উল্লেখ্য, উইকিলিকস যুক্তরাষ্ট্রের কূটনৈতিক, সামরিক ও গোয়েন্দা গোপনীয় তথ্য প্রমাণ প্রকাশ করে। এএফপি

No comments

Powered by Blogger.