দেশের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রাখতে হবে by সৈয়দ মনজুরুল ইসলাম

গত কয়েক দিন ধরে দেশের রাজনৈতিক পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হচ্ছে, এতে সংঘাত অনিবার্য হয়ে উঠছে। গণতন্ত্রে এমন সংঘাতের কোনো জায়গা নেই। বিশ্বের যে কোনো গণতান্ত্রিক দেশে দ্বন্দ্বমান রাজনৈতিক দলগুলোর ভেতর বিভিন্ন বিষয়ে মতভিন্নতা থাকে। কিন্তু একটি জায়গায় তারা একমত পোষণ করে, সেটি হচ্ছে জাতীয় স্বার্থ ও জনকল্যাণ। গত বছরের ৫ জানুয়ারি যে নির্বাচনটি হয়েছিল তার পেছনে সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল। সে নির্বাচনে বিএনপির বর্জন করার সিদ্ধান্ত যে ভুল ছিল তা এখন প্রমাণিত। আমার ধারণা, বিএনপি যদি ওই নির্বাচনে অংশ নিত তাতে তাদের জয় অসম্ভব ছিল না। কিন্তু আমরা লক্ষ্য করি, শেখ হাসিনা যখন ফোনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সংলাপের আহ্বান জানান, তিনি সে আহ্বান প্রত্যাখ্যান করেন। সেদিন তিনি শেখ হাসিনার ওই আহ্বান প্রত্যাখ্যান না করলে আজ খালেদা জিয়া সংলাপের বিষয়ে যে ৭ দফা প্রস্তাব দিয়েছেন, তা নিয়ে তখন আলোচনা হতে পারত। একটি ইতিবাচক সিদ্ধান্তে আসার জন্য দেশের ভেতরে ও বাইরে থেকে আওয়ামী লীগ ও বিএনপির ওপর চাপ থাকত। কিন্তু সেটি হয়নি। এখন ক্ষমতাসীন জোট যে অবস্থানে আছে তাতে তাদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। বিশেষ করে, চীন, জাপান, রাশিয়া ও ভারত বর্তমান সরকারকে মেনে নিয়েছে। গত এক বছরে বিভিন্ন ক্ষেত্রে অর্জন সরকারের কঠোর অবস্থানের সাহস জুগিয়েছে। অন্যদিকে বিএনপি ও তার জোট- তাদের শক্তিশালী অবস্থান ধরে রাখতে পারেনি। দেশবাসী সহিংসতা ও হরতালের রাজনীতি প্রত্যাখ্যান করেছে। তারপরও দুই দলের সংলাপের প্রয়োজনীয়তা আছে। এ প্রয়োজনীয়তা দেশের স্বার্থে, অর্থনীতির স্বার্থে এবং গণতন্ত্রের স্বার্থে। আমার মনে হয়, বিএনপি যদি যুদ্ধাপরাধীদের বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার না করে এবং বঙ্গবন্ধুকে যথাযথ সম্মান প্রদর্শনে ব্যর্থ হয়, তাহলে সংলাপের সম্ভাবনা থাকবে না। ফলে বলা যায়- বল এখন বড় দুই দলের কোর্টেই। সরকারকে সংলাপ শুরু করতে হবে দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে। একই কারণে বিএনপিকেও সংলাপ শুরু করতে হবে। ভুল বোঝাবুঝির জায়গাগুলো প্রথমে পরিষ্কার করা উচিত। আমাদের মনে রাখতে হবে, কাক্সিক্ষত উন্নয়নের জন্য অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতা করে টিকতে হবে। সেজন্য দরকার অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা। সংঘাত এসবের বিপক্ষে দাঁড়ায়। সংঘাত কোনো সমাধান দেয় না। বরং সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। আমাদের সবার উচিত দেশটাকে মাথায় রেখে রাজনৈতিক সমস্যাগুলো মিটিয়ে ফেলা।
সৈয়দ মনজুরুল ইসলাম : অধ্যাপক, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

No comments

Powered by Blogger.