একুশে টেলিভিশন সম্প্রচারে বাধা

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ইটিভি’র অনুষ্ঠান ঢাকার কিছু এলাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে দেখা যায়নি গতকাল। ক্যাবল অপারেটররা বিভিন্ন স্থানে ইটিভি’র সম্প্রচার বন্ধ করে দেয়ার পর থেকে অভিযোগ আসে চ্যানেলটির কার্যালয়ে। বিকালে চ্যানেলটি বন্ধ করে দেয়া হয়েছে- এমন গুজবও রটে যেসব এলাকায় অনুষ্ঠান দেখা যায়নি সেসব এলাকায়। চ্যানেলটির সিনিয়র সাংবাদিক অখিল পোদ্দার জানিয়েছেন, অফিসে সম্প্রচার কার্যক্রমে  কোন সমস্যা হয়নি। বাইরের কিছু জায়গায় অনুষ্ঠান দেখা যাচ্ছে না বলে দর্শকদের অভিযোগ আসছে। তবে আমাদের কোন সমস্যা নেই। ঢাকার বড় অংশের ক্যাবল লাইন পরিচালনাকারী একটি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, চিঠি দিয়ে তাদের জানানো হয়েছে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইটিভি’র সম্প্রচার করা যাবে না। এদিকে বিকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও ইটিভি’র সম্প্রচার বন্ধের কথা উল্লেখ করেন।

No comments

Powered by Blogger.