বিচ্ছিন্ন সহিংসতায় বিরোধী জোটের অবরোধ, তাঁতীবাজারে বাসে আগুন

বিচ্ছিন্ন সহিংসতায় সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। দূরপাল্লার কোন যানবাহন রাজধানী ছাড়ছে না। তবে ট্রেন এবং লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। রাজধানীর ভেতরে যানবাহন চলাচলও অনেকটা স্বাভাবিক। ভোরে কদমতলী লাল মসজিদ এলাকায় পুলিশের একটি লেগুনায় অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় একজন আনসার সদস্য আহত হয়েছেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। রাজধানীর কয়েকটি স্থানে জামায়াত-শিবির কর্মীরা অবরোধের সমর্থনে মিছিল বের করে। নারায়ণগঞ্জে বিএনপি কর্মীরা মিছিল বের করলে পুলিশ গুলিবর্ষণ করে তা ছত্রভঙ্গ করে দেয়। এসময় কমপক্ষে পাঁচ জন বিএনপি কর্মী আহত হন। পুলিশ কয়েকজনকে আটক করে।
তাঁতীবাজারে বাসে আগুন
সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের দেশব্যাপী লাগাতার অবরোধের প্রথম দিনে রাজধানীর তাঁতীবাজারে একটি বাসে আগুন দেয়া হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নাজমা আক্তার জানান, মঙ্গলবার বেলা ১টা ৫০ মিনিটের দিকে সাভার পরিবহনের বাসটিতে আগুন দেয়া হয়।তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
এক প্রত্যক্ষদর্শী জানান, সাভার-গুলিস্তান-সদরঘাট রুটের বাসটি তাঁতীবাজারে পৌঁছানোর পর ওই এলাকায় একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এর পরপরই বাসটির পিছনের দিকে আগুন জ্বলতে দেখা যায়।
যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কেউ আহত হননি বলে জানান বাসের চালক।
৫ জানুয়ারি পূর্ব ঘোষিত ‘‘গণতন্ত্র হত্যা’ দিবসের’ কর্মসূচি পালন করতে বাধা দিলে সোমবার বিকেলে সারা দেশে লাগাতার অবরোধের ডাক দেন জোটের নেতা বিএনপি নেত্রী খালেদা জিয়া।

No comments

Powered by Blogger.