হ্যাপীর রিট খারিজ

জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনকে বিশ্বকাপের দল থেকে বাদ দেয়ার জন্য চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপী দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্টে। আজ বিচারপতি গাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। আবেদনটি হাইকোর্টে শুনানির জন্য উঠলে হ্যাপীর আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ অনুপস্থিত থাকায় আবেদনটি খারিজ করে দেন আদালত। এর আগে ক্রিকেটার রুবেল হোসেনকে বিশ্বকাপের দল থেকে বাদ দেয়ার জন্য, জাতীয় ক্রিকেট বোর্ড থেকে রুবেল হোসেনের নাম বাদ দিয়ে তার পাসপোর্ট জব্দ করার নির্দেশনা চেয়ে ওই রিট আবেদন করা হয়েছিল। এছাড়া হ্যাপীর দায়ের করা রাজধানীর মিরপুর মডেল থানার মামলায় তদন্ত না হওয়া পর্যন্ত ঢাকার মুখ্য মহানগর হাকিম এবং পাঁচ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে আসামির জামিন না দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি আসামি রুবেলের হাত থেকে হ্যাপীর ‘জীবন রক্ষায়’ পুলিশি নিরাপত্তা দিতে কেন নির্দেশনা দেয়া হবে না- তা জানতে রুল চাওয়া হয়েছিল।

No comments

Powered by Blogger.