রাজধানী থেকে দূরপাল্লার বাস ছাড়ছে না

বিএনপির দেশব্যাপী চলমান অবরোধ কর্মসূচিতে রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়ছে না। অবরোধ, যাত্রী না থাকা ও ঝুঁকির কথা চিন্তা করে অবরোধের মধ্যে বাস না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা। গাবতলী ও আমিনবাজার এলাকা ঘুরে দেখা গেছে, পাটুরিয়া রুটে কয়েকটি লোকাল বাস ছেড়ে গেছে। এছাড়া গাবতলী-সাভার রুটে বিআরটিসিসহ কয়েকটি পরিবহনের বাস ছেড়ে গেছে। তবে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি। একই চিত্র মহাখালীর। মহাখালী বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যাচ্ছে না। বেশিরভাগ কাউন্টারই বন্ধ রয়েছে। সায়েদাবাদ বার্সি টার্মিনাল থেকেও দূরপাল্লার বাস ছাড়ছে না। দক্ষিণাঞ্চলগামী গাড়িগুলো টার্মিনালের মধ্যে রাখা হয়েছে। অভ্যন্তরীণ কিছু যানবাহন কাঁচপুর  পর্যন্ত চলাচল করছে। টার্মিনালের সব কাউন্টারই বলা যায় বন্ধ। গাবতলীর হানিফ পরিবহনের সঞ্জীব বাবু জানান, তারা সিদ্ধান্তহীনতায় রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক থাকলে রাতে ২/৩টি গাড়ি ছাড়া হতে পারে।

No comments

Powered by Blogger.