চট্টগ্রামে কোকোর গায়েবানা জানাজায় মহিউদ্দিন চৌধুরী

প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো’র গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র, নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। গতকাল চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত  হয়। জানাজা উপলক্ষে নগরীর বিভিন্ন এলাকা থেকে দুপুরে জমিয়াতুল ফালাহ মসজিদে লোকজন জমায়েত হন। দুপুর ১টার দিকে বিভিন্ন দল ও পেশার  নেতাকর্মীদের মাঠে দেখা যায়। জোহরের নামাজ শেষে মসজিদ থেকে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সৈয়দ ওয়াহিদুল আলম, আবু সুফিয়ানসহ অন্য নেতাদের নিয়ে মাঠে আসেন। দুপুর দেড়টার দিকে মসজিদের মাঠে কোকো’র জানাজার কার্যক্রম শুরু হয়। এসময় আগত মুসল্লিদের উদ্দেশ্যে আমীর খসরু বক্তব্য দেন। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন নিয়ে বিএনপি যখন গভীর সঙ্কটে, তখনই কোকো আমাদের ছেড়ে চলে গেলেন। বেগম খালেদা জিয়া যেন এই শোক বইতে পারেন আমরা সেই দোয়া করছি। এই শোক নিয়ে আমাদের ঘরে বসে থাকার সময় নেই। শোককে শক্তিতে পরিণত করে দেশের গণতন্ত্র, বাক-স্বাধীনতা ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে চলমান আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। কোকো’র গায়েবানা জানাজায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম, সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, শামসুল আলম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ইদ্রিস মিয়া, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, মাহবুবুর রহমান শামীম, নগর যুবদলের যুগ্ম সম্পাদক মো. শাহেদ, নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুসহ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জানাজায় অংশ নেন।

No comments

Powered by Blogger.