রাজধানীতে সন্ধ্যার পর ৭ গাড়ীতে আগুন : ৯ ককটেল বিস্ফোরন

রাজধানীতে সন্ধার পর একাধিক গাড়ীতে আগুন দিয়েছে দুবৃত্তরা। বুধবার সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ৭ গাড়ীতে আগুন ৯টি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেনএকজন। সন্ধ্যা ৭ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের পাশে পিকআপে আগুন দেয়া হয়। এরপর সাড়ে ৭টার দিকে আগুন দেয়া হয় আজিমপুর সেফটি পরিবহনের একটি গাড়ীতে। বঙ্গবন্ধু এভিনিউ হকার্স মার্কেটের সামনে এভারেষ্ট পরিবহনে রাত পৌনে আটটার দিকে কে বা কারা আগুন দেয়। সাড়ে ৮টার দিকে আরামবাগে নটরডেম কলেজের কাছে লেগুনায় আগুন দেয়া হয়। মিরপুর কমার্স কলেজের সামনে সোয়া আটটার দিকে আগুন দেয়া হয় তানজিল পরিবহনের একটি গাড়ীতে। আদাবর মনসুরাবাদ হাউজিংয়ের ১৬ নাম্বার রোডে রাত ৯ টার দিকে একটি প্রাইভেট কারে এবং মানিক নগর এনএস সিএনজির বিপরীতে বাসে আগুন দেয় দুবৃত্তরা। এতে একজন আহত হয়। এদিকে সন্ধার পর টিএসসিতে  চারটি ও শাহবাগ মোড়ে সাড়ে আটটার দিকে ৪ টা, কালনিতে ১টি ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে একজন আহত হন। এসব ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

No comments

Powered by Blogger.