উত্তর,পূর্ব ও পশ্চিমের ২২ জেলায় হরতাল চলছে

২০দলীয় জোটের চলমান অবরোধের মধ্যে রংপুর,রাজশাহী, কুমিল্লা,সিরাজগঞ্জসহ দেশের উত্তর,পশ্চিম ও পূর্বাঞ্চলের প্রায় ২০ জেলায় হরতাল চলছে। চাঁপাইনবাবগঞ্জে শিবির নেতা নিহত, কুমিল্লায় বিএনপি চেয়ারপারসনের নামে মামলা, পিঠাপুকুরে জামায়াত শিবিরের তিন কর্মী নিখোঁজ থাকার প্রতিবাদে, সিরজাগঞ্জ ও গাজীপুরে বিএনপি জামায়াতের বেশ কয়েক নেতাকর্মীর গ্রেপ্তারের ঘটনায় ওই সব এলাকায় স্থানীয়ভাবে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তন্মধ্যে রাজশাহী বিভাগে ৪৮ ঘন্টা হরতালের ডাক দিয়েছে শিবির। উত্তর বঙ্গের ১৬ জেলায় ৪৮ ঘন্টা হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। কুমিল্লায় ৩৬ ঘন্টা হরতালের ঘোষনা দিয়েছে বিএনপি। একইভাবে সিরাজগঞ্জে ৩৬ ঘন্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি। গাজীপুর আজ সকাল সন্ধ্যা হরতাল আহবান করেছে জামায়াত। এদিকে দিনের শুরুতেই গাজীপুরে হরতালের সমর্থনে মিছিল করেছে ছাত্রশিবির গাজীপুর মহানগরী। শিবিরের শিক্ষাসম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে গাজীপুরে ঢাকা -ময়মনসিংহ মহাসড়ক অবরোধ  করে রাস্তায় আগুন দেয় তারা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে । এছাড়া রাজধানীর মালিবাগ,উত্তরায় মিছিল করেছে শিবির। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি- জামায়াতের ২২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুককে গ্রেপ্তারের প্রতিবাদে ছাত্রদলের ডাকে কুষ্টিয়ায় আজ থেকে ৩৬ ঘন্টার হরতাল চলছে। হরতালের সমর্থনে সকাল থেকে কোন নেতা-কর্মীকে মাঠে দেখা যায়নি। শহরের অধিকাংশ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুলতে শুরু করেছে। সরকারী-অফিস-আদালত খোলা রয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে রাতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের শান্তিডাঙ্গা নামক স্থানে একটি ধান বোঝাই চলন্ত ট্রাকে অগ্নি সংযোগ করেছে দূর্বৃত্তরা। এতে ট্রাকের হেলপার সাইফুল দগ্ধ হয় এবং ট্রাকটি পুড়ে গেছে। এ ঘটনায় রাতে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মনোহরদিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি হায়াত আলীসহ বিএনপি-জামায়াতের ১৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জয়পুরহাটে ঢিলেঢালাভাবেই হরতাল পালিত হচ্ছে। হরতালের সমর্থনে সকাল ৮টার পর দু-এক জায়গায় বিচ্ছিন্ন পিকেটিং ও মিছিল করার খবর পাওয়াগেছে। সকাল থেকেই ভাড়ি যানবাহন চলাচল বন্ধ আছে এবং দোকান-পাটও বেশিরভাগ বন্ধ আছে। তবে শহরের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলাবাহিনীর টহল জোরদার রয়েছে।ওদিকে রংপুরের মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমীরসহ তিনকর্মী নিখোঁজ হওয়ার প্রতিবাদে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করে রংপুর জামায়াত। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ই জানুয়ারি মিঠাপুকুর উপজেলা জামায়াতের নেতা আলামিন, তার স্ত্রী বিউটি বেগম ও জামায়াতের নারী সদস্য মৌসুমি বেগমকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়ি থেকে ধরে নিয়ে যায়। তারপর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এছাড়াও নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এবং নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুর বিভাগে ৪৮ ঘণ্টার হরতাল আহ্বান করা হয়েছে।

No comments

Powered by Blogger.