কোকোর মরদেহ আসছে আজ বায়তুল মোকাররমে জানাজা, বনানীতে দাফন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জানাজা আজ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাদ আসর এ জানাজা অনুষ্ঠিত হবে। গতকাল বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, সর্বসাধারণের সুবিধার্থে ২৭শে জানুয়ারি মঙ্গলবার নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বাদ আসর মরহুম আরাফাত রহমান কোকোর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার লাশ বনানী আর্মি কবরস্থানে দাফন করা হবে। জানাজা ও লাশ দাফনে অংশগ্রহণের জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছেন তিনি। এছাড়া সকাল সাড়ে ১০টায় দেশব্যাপী গায়েবানা নামাজে অংশ নেয়ার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীকে অনুরোধ জানানো হয়েছে। এদিকে বিএনপি চেয়ারপারসন কার্যালয় সূত্র জানায়, মালয়েশিয়ান এয়ারলাইনসের ১২০ নম্বর ফ্লাইটে আরাফাত রহমান কোকোর মরদেহ আজ বেলা ১১টায় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে। বিমানবন্দরে কোকোর মরদেহ গ্রহণ করবেন বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সেখান থেকে তার মরদেহ নেয়া হবে গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে। নিজ কার্যালয়ে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শেষবারের মতো সন্তানের মুখ দেখবেন। এরপর কোকোর লাশ নেয়া হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।
উল্লেখ্য, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি হাসপাতালে নেয়ার পথে মারা যান আরাফাত রহমান কোকো। রোববার মালয়েশিয়ার স্থানীয় সময় বাদ জোহর দেশটির কেন্দ্রীয় মসজিদ নিগাড়ায় আরাফাত রহমানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এদিকে আরাফাত রহমান কোকের মরদেহ আনতে রোববারই মালয়েশিয়া যান মামা শামীম এস্কান্দারসহ তিন সদস্যের একটি প্রতিনিধি দল। এদিকে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে ২০দলীয় জোটের শরিক দল ইসলামিক পার্টি। গতকাল দলের কেন্দ্রীয় কর্যাালয়ে চেয়ারম্যান এডভোকেট আবদুল মোবিনের নেতৃত্বে এ মিলাদ হয়। এতে পার্টির ভাইস চেয়ারম্যান এজাজ হোসেন, ভারপ্রাপ্ত মহাসচিব আবু তাহের চৌধুরী, অতিরিক্ত মহাসচিব আবুল কাশেম, যুগ্ম মহাসচিব হাফেজ মাওলানা শহিদুল ইসলাম, মোহাম্মদ সাখাওয়াত হোসেন চৌধুরী প্রমুখ অংশ নেন। ওদিকে আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কেন্দ্রীয় মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিল করেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। পরে বিশেষ মোনাজাতে কোকোর বিদেহী আত্মার মাগরিফাত কামনায় দোয়া করা হয়। ড্যাব নেতা প্রফেসর ডা. একেএম আজিজুল হক, ডা. এজেডএম জাহিদ হোসেন, প্রফেসর ডা. আব্দুল কুদ্দুস, প্রফেসর ডা. রফিকুল কবির লাবু, ডা. আব্দুস সালাম, প্রফেসর ডা. সাইফুল ইসলাম, প্রফেসর ডা. নূরুদ্দিন, প্রফেসর ডা. আফতাব উদ্দিন, প্রফেসর ডা. এবিএম ইউনুস, প্রফেসর ডা. গোলাম মহিউদ্দিন, প্রফেসর ডা. রফিকুল ইসলামসহ কয়েকশ’ চিকিৎসক, শিক্ষক, নার্স, টেকনোলজিস্ট, কর্মকর্তা-কর্মচারী মিলাদে অংশ নেন। ওদিকে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে দেশব্যাপী তিনদিনের শোক দিবসের অংশ হিসেবে আলাদা কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল। গতকাল সংগঠনের সভাপতি ও সাবেক এমপি প্রকৌশলী জেডআই মোস্তফা আলী মুকুল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারী এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন। কর্মসূচির মধ্যে- তিনদিনের শোক কর্মসূচির অংশ হিসেবে আজ ২৭শে জানুয়ারি জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের দলীয় পতাকা অর্ধনমিত থাকবে। দলের উদ্যোগে বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগরে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। কর্মসূচিগুলো যথাযথভাবে পালনের জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা ও মহানগর সভাপতি এবং সাধারণ সম্পাদকদের আহ্বান জানানো হয়েছে। এদিকে ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: আরাফাত রহমান কোকো’র রূহের মাগফেরাত কামনায় কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল করেছে ছাতক বিএনপি। গতকাল সকালে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে দলীয় কার্যালয়ে এ মিলাদ মাহফিল হয়। শেষে বিশেষ মোনাজাত ও শিরনী বিতরণ করা হয়। মিলাদে বিএনপি নেতা গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, সামছুর রহমান সামছু, নজরুল ইসলাম, মোশারফ হোসেন, লায়েক শাহ, হিফজুল বারী শিমুল, জেলা জাগপা সভাপতি আমিনুল ইসলাম বকুল, খেলাফত মজলিস নেতা ফারুক আহমদ, বিএনপি নেতা এনামুল কবির, কাউন্সিলর জসিম উদ্দিন সুমেনসহ বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, মৎস্যজীবীদল, শ্রমিকদল ও ছাত্রদলের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিলে মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা আব্দুর রহিম, মাও. নোমান আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় করে কোরআনখানি ও মিলাদ মাহফিল করেছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)। গতকাল বাদ আসর রাজধানীর উত্তরায় এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজার বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাওলানা মুফতি মাহমুদুল হাসানের পরিচালনায় মিলাদে অংশ নেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, প্রেসিডিয়াম সদস্য আবু তাহের, দপ্তর সম্পাদক মো. মুছা, প্রচার সম্পাদক রাজু আহম্মেদ প্রমুখ।
সবাইকে জানাজায় শরিক হওয়ার আহ্বান বিএনপির
দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষকে আরাফাত রহমান কোকোর জানাজায় শরিক হওয়ার আহবান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গতকাল রাতে গুলশানে কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহবান জানান। নজরুল ইসলাম খান বলেন, বিএনপিসহ  দেশবাসীর পক্ষে সকল শ্রেণী-পেশার মানুষকে কোকোর জানাজায় অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এছাড়া খালেদা জিয়ার শারীরিক ও মানসিক সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান তিনি। নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার মালয়েশিয়ান এয়ারলাইন্স-১০২ ফ্লাইটে করে কোকোর মরদেহ ঢাকায় আসবে। এ সময় পরিবারের সদস্যদের নিয়ে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কোকোর মরদেহ গ্রহণ করে গুলশান কার্যালয়ে নিয়ে আসবেন। সেখানে তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার পরিবারের অন্যান্য সদস্যদের দেখানোর জন্য রাখা হবে। দলের  নেতাকর্মীদের উদ্দেশ তিনি বলেন, এয়ারপোর্ট থেকে কোকোর মরদেহ যখন গুলশান কার্যালয়ে আনা হবে তখন গুলশান কার্যালয়ে দলের কোন নেতাকর্মীকে না থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

No comments

Powered by Blogger.