লাশ হয়ে মায়ের কাছে কোকো, কার্যালয় ঘিরে হাজার হাজার নেতাকর্মী

আরাফাত রহমান কোকোর মরদেহ তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এসে পৌঁছেছে। মঙ্গলবার বেলা দেড়টার দিকে তার মরদেহ গুলশানে নেওয়া হয়। সেখানে বিএনপির কয়েক হাজার নেতা-কর্মী জড়ো হয়েছেন। সকাল ১১টা ৪০ মিনিটের দিকে আরাফাত রহমান কোকোর মরদেহ বহনকারী ফ্লাইট ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। কোকোর স্ত্রী, দুই মেয়ে, মামা শামীম এস্কান্দারও একই ফ্লাইটে ঢাকায় আসেন। পরে নেতা-কর্মীদের বেষ্টনির মধ্যে কোকোর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স গুলশানে নিয়ে যাওয়া হয়। বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আরাফাত রহমান কোকোর জানাজা হওয়া কথা রয়েছে। গত শনিবার দুপুরে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো। তিনি সাত বছরের বেশি সময় ধরে দেশের বাইরে নির্বাসিত জীবন যাপন করেছেন। দীর্ঘ সময় পর কোকো ফিরেছেন তার জন্মভূমিতে তবে লাশ হয়ে। তার মৃত্যুতে শোকে মুহ্যমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিএনপি কোকোর মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচি পালন করছে। এ কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে সারা দেশে অনুষ্ঠিত হয়েছে গায়েবানা জানাজা। এদিকে ঢাকায় সামরিক কবরস্থানে কোকোর লাশ দাফনের আবেদন করা হলেও অনুমতি পাওয়া যায়নি। বিমানবন্দরে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান সাংবাদিকদের বলেন, নিয়ম মেনেই একজন সাবেক সেনা প্রধানের ছেলে হিসেবে কোকোর লাশ সামরিক বকরস্থানে দাফনের অনুমতি চাওয়া হয়েছিল। সাবেক সেনা কর্মকর্তাদের সন্তানদের সেখানে দাফন করতে আগে অনুমতি দেয়া হয়েছে।

No comments

Powered by Blogger.