১৬ ছক্কায় বিশ্বরেকর্ড

ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে ভারতের রোহিত শর্মার সর্বোচ্চ ছক্কা মারার বিশ্বরেকর্ডে ভাগ বসিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৪৪ বলে ১৪৯ রান করার পথে ১৬টি ছক্কা হাঁকান দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান। রোববার জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি যেন রেকর্ডের এক ম্যাচই ছিল। আর রেকর্ডের এ ম্যাচে ব্যক্তিগত অনেক অর্জনে ভাসেন ডি ভিলিয়ার্স। ১৬ বলে অর্ধশতক করে তিনি সনথ জয়সুরিয়াকে হটিয়ে ওয়ানডে ক্রিকেটের দ্রুততম অর্ধশতকের রেকর্ডের মালিক হন।
শতক পূর্ণ করেন তিনি ৩১ বলে। ২০১৪ সালের ১ জানুয়ারি নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসনের দ্রুততম শতকের (৩৬ বলে) রেকর্ডটি ভেঙে দেন ডি ভিলিয়ার্স। শতক পূর্ণ করতে ১০টি ছক্কা মারেন ডি ভিলিয়ার্স। এরপর আরও ১৩ বল খেলেন তিনি। ছক্কা মারেন আরও ৬টি। ইনিংসটিতে মোট ৯টি চার মারেন ডি ভিলিয়ার্স। এর আগে ২০১৩ সালের নভেম্বরে বাঙ্গালোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৯ রানের ইনিংস খেলার পথে ১৬টি ছক্কা মেরেছিলেন ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসের মালিক রোহিত। ওয়েবসাইট।
ডি ভিলিয়ার্স ঝড়
বল ৪৪ রান ১৪৯ চার ৯
ছয় ১৬ স্ট্রাইক রেট ৩৩৮.৬৩

No comments

Powered by Blogger.