প্রণবের সঙ্গে তোফায়েলের ৪০ মিনিটের বৈঠক

ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটি সফরে থাকা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল দিল্লির রাষ্ট্রপতি ভবনে গিয়ে মন্ত্রী তার সঙ্গে দেখা করেন। দেশে বিরোধী ২০ দলীয় জোটের টানা অবরোধের মাঝেই দিল্লি সফরে যান শাসক  দলের প্রভাবশালী ওই নেতা। ক’দিন ধরে তিনি সেখানে রয়েছেন। গতকাল বিদায়ের দিনে প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস’র খবরে বলা হয়েছে, প্রেসিডেন্টের সঙ্গে মন্ত্রীর বৈঠক প্রায় চল্লিশ মিনিট স্থায়ী হয়। সেখানে দ্বিপক্ষীয় বিষয়াদি যেমন ভারত-বাংলাদেশ ল্যান্ড বাউন্ডারি চুক্তি বাস্তবায়ন, তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পাদন এবং দু’দেশের মধ্যে বাণিজ্য সমপ্রসারণ এবং এ ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া ভুটান ও নেপালের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে ট্রানজিট সমস্যার সমাধান, ভারত-বাংলাদেশ বাণিজ্য চুক্তি নবায়নসহ বিভিন্ন বিষয়ও আলোচনায় স্থান পায়। প্রণব মুখার্জী এসব বিষয়ে ইতিবাচক মনোভাব দেখান। বাণিজ্যমন্ত্রী দক্ষিণ এশিয়ার বাণিজ্য বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সহজ করার ওপর গুরুত্ব আরোপ করেন। এজন্য সড়ক, নৌ, আকাশ এবং রেলপথে  যোগাযোগ সহজ করার কথা বলেন। তিনি বলেন, ভুটান ও নেপালের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সুবিধা বৃদ্ধির জন্য করিডর ব্যবহারের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। এসব ক্ষেত্রে এখনও অনেক প্রতিবন্ধকতা রয়েছে। পারস্পরিক আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান করতে হবে। বাণিজ্যমন্ত্রী ভারতের প্রেসিডেন্টকে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক  ক্ষেত্রে উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদিন শূন্য হাতে বাংলাদেশের হাল ধরেছিলেন। আজ তারই কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশকে অর্থনৈতিক ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। মন্ত্রী বলেন, বর্তমানে দেশের রপ্তানি ৩০ দশমিক ১৯ বিলিয়ন মার্কিন ডলার, ব্যাংকে রিজার্ভ ২২ বিলিয়ন ডলারের বেশি, রেমিটেন্স ১৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। দেশের সকল অর্থনৈতিক সূচক ঊর্ধ্বগামী। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থার ওই রিপোর্টে জানানো হয়েছে, রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত দি পার্টনারশিপ সামিট-২০১৫তে যোগদান শেষে আজ (গতকাল) রাতেই মন্ত্রী দেশে ফিরবেন।

No comments

Powered by Blogger.