টোঙ্গায় অগ্ন্যুৎপাতে নতুন দ্বীপ

টোঙ্গায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে একটি নতুন দ্বীপ সৃষ্টি হয়েছে। গত মাসে এ আগ্নেয়গিরি থেকে উদগিরণ শুরু হয়েছে। অগ্ন্যুৎপাতের সঙ্গে বিপুল পরিমাণ পাথর ও ঘন ছাই নির্গত হচ্ছে। এতে আশপাশের গাছপালা মারা গেছে। শনিবার বার্তা সংস্থা এএফপির এক খবরে বলা হয়েছে, গত পাঁচ বছরের মধ্যে গত বছরের ২০ ডিসেম্বর আগ্নেয়গিরিটি প্রথমবারের মতো সক্রিয় হয়ে ওঠে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ টোঙ্গার রাজধানী নুকুয়ালোফার প্রায় ৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে এ আগ্নেয়গিরি অবস্থিত। দেশটির ভূমি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়,
দুটি জ্বালামুখ দিয়ে এই অগ্ন্যুৎপাত হচ্ছে। একটি জ্বালামুখ জনবসতিহীন হাঙ্গা হাপাই দ্বীপে। অন্যটি উপকূল থেকে ১০০ মিটার দূরে পানির নিচে। অগ্ন্যুৎপাত থেকে বিপুল পরিমাণ পাথর ও ঘন ছাই নির্গত হয়। এতে আশপাশের গাছপালা মরে গেছে। দেশটির কর্তৃপক্ষ জানায়, গত বৃহস্পতিবার একটি নৌকায় করে বিশেষজ্ঞরা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত পরিদর্শন করতে যান। অগ্ন্যুৎপাতে ভূমিরূপে পরিবর্তন এসে নতুন একটি দ্বীপ সৃষ্টি হয়েছে বলে তারা নিশ্চিত করেন। নতুন এই দ্বীপটি এক কিলোমিটারেরও বেশি প্রশস্থ। লম্বায় দুই কিলোমিটার ও উচ্চতা ১০০ মিটার। এএফপি

No comments

Powered by Blogger.