রাজনীতি থেকে অবসর নিলেন ব্রাউন

ব্রিটেনের প্রভাবশালী রাজনীতিক সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন রাজনীতি থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ক্ষমতা হারানোর তিন বছর পর সোমবার তিনি এ ঘোষণা দেন। প্রায় তিন দশক ধরে ব্রিটিশ পার্লামেন্টের গুরুত্বপূর্ণ মুখ ছিলেন গর্ডন ব্রাউন। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ব্রিটেনের আগামী নির্বাচনে প্রার্থী হচ্ছেন না গর্ডন ব্রাউন। ৬৩ বছর বয়সী এই রাজনীতিবিদ রাজনীতি ছেড়ে দিয়েছেন। ২০১২ সাল থেকে কর্তব্যরত জাতিসংঘের শিক্ষাবিষয়ক আন্তর্জাতিক দূত হয়েই থাকছেন তিনি। ওয়েস্ট মিনস্টার ক্যারিয়ারের সমাপ্তি টেনেছেন তিনি। ব্রাউন বলেন, ‘আমার কোনো সন্দেহ নেই। এটাই সঠিক সিদ্ধান্ত হয়েছে।’ ২০০৭ সালের ২৭ জুন তিনি সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের কাছ থেকে এই দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি যুক্তরাজ্যের লেবার পার্টির সদস্য। টনি ব্লেয়ারের মন্ত্রিসভায় তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১০ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে অবসর নিয়েছিলেন তিনি।

No comments

Powered by Blogger.