ইরাকে আইএসের লক্ষ্যবস্তুতে ইরানের বিমান হামলা

ইরাকে কট্টরপন্থী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইরান। মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের এক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন কিরবি এ তথ্য দিয়েছেন। ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশে আইএসের অবস্থান ও তাদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের তৈরি এফ৪ ফ্যান্টম জেটের সাহায্যে হামলা চালিয়েছে ইরান। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ইরানের সঙ্গে এ অভিযানে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছিল না বলে নিশ্চিত করেছেন ওই মুখপাত্র। দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্কের ব্যাপারে আলোচনার বিষয়টিও প্রত্যাখ্যান করেছেন ইরানের সিনিয়র এক সামরিক কর্মকর্তা। গত আগস্ট মাস থেকে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট বাহিনী শ’ শ’ বিমান হামলা চালিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র বলেছে, জোটে যোগ দেয়াটা ইরানের জন্য যথোচিত হবে না।

No comments

Powered by Blogger.