পূর্ব জেরুজালেমে নতুন বসতি নির্মাণের ঘোষণা ইসরাইলের

পূর্ব জেরুজালেমের দুটি এলাকায় নতুন করে আরও ৩৮০টি বসতবাড়ি নির্মাণের চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইসরাইল। বুধবার ইসরাইলি কর্তৃপক্ষ এ অনুমোদন দেয় বলে স্থানীয় একজন কর্মকর্তা জানিয়েছেন। বিরোধী মেরেৎজ পার্টির জেরুজালেম শহরের এক কাউন্সিলর ইউসুফ পেপ আলালু এএফপিকে বলেন, পৌর কমিশন রামোতে ৩০৭টি এবং হর হোমাতে ৭৩টি বসতি নির্মাণের অনুমোদন দিয়েছে। তিনি জানান, আগামী বছর মার্চে ইসরাইলের নির্বাচনকে সামনে রেখে স্থানীয় কর্মকর্তাদের কাছ থেকে সুবিধা নেয়ার উদ্দেশ্যে এই জনবসতি সম্প্রসারিত করা হচ্ছে। অবশ্য তিনি স্বীকার করেন, এই ধরনের সিদ্ধান্ত ফিলিস্তিনিদের সঙ্গে একটি শান্তি চুক্তিতে পৌঁছনোর সম্ভাবনাকে নষ্ট করে দিচ্ছে। ওয়াশিংটন থেকে বার বার সতর্কবার্তা সত্ত্বেও সাম্প্রতিক মাসগুলোতে ইসরাইল পূর্ব জেরুজালেমে নতুন বসতি নির্মাণের পরিকল্পনা ধারাবাহিকভাবে অনুমোদন দিয়ে যাচ্ছে, যা উত্তেজনাকে নতুন করে উস্কে দিচ্ছে। ১৯৬৭ সালের যুদ্ধের সময় ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে নেয়। যদিও ইসরাইলের এই পদক্ষেপকে আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃত দেয়নি।

No comments

Powered by Blogger.