চার বস্তা দেশী বিদেশী মুদ্রা ও দেড় মণ সোনা উদ্ধার

রাজধানীর পুরানা পল্টনের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে চার বস্তা দেশী-বিদেশী মুদ্রা এবং দেড় মণ সোনা উদ্ধার করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় শুল্ক বিভাগ এ অভিযান পরিচালনা করে। এ সময় ৬১/১ পুরানা পল্টনের ওই ভবনের ৬/এ ফ্ল্যাটের মালিক মো. আলীকে গ্রেফতার করা হয়। ফ্ল্যাট থেকে বেশ কয়েকটি পাসপোর্টও উদ্ধার করা হয়েছে। রাতে এ রিপোর্ট লেখার সময় মুদ্রাগুলোর গণনা চলছিল। শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মইনুল খান যুগান্তরকে জানান, গোপন খবরের ভিত্তিতে সন্ধ্যায় ৬১/১ পুরানা পল্টনের ৭ম ও ১১ তলার দুটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এ সময় ৬/এ নম্বর ফ্ল্যাটে একটি বিছানা, সিলিং ও বিভিন্ন আসবাবপত্রের ভেতর থরে থরে সাজানো দেশী-বিদেশী মুদ্রা ছাড়াও প্রায় দেড় মণ ওজনের ৫২৮ পিস সোনার বার উদ্ধার করা হয়। টাকাগুলো প্লাস্টিকের চারটি বস্তা হবে বলে জানান ড. মইনুল খান। এ ঘটনায় ফ্ল্যাটের মালিক মো. আলীকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, অভিযানের শুরুতে তার বাসায় কোনো অবৈধ মুদ্রা নেই বলে তিনি দাবি করেন। পরে তিনি জানান, তিনি ব্যবসা করেন এবং উদ্ধারকৃত টাকাগুলো সব তার ব্যবসার টাকা। ধানমণ্ডিতে আলী সুইটস নামে তার একটি মিষ্টির দোকান এবং হুন্ডির ব্যবসা রয়েছে। শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মইনুল খান বলেছেন, মো. আলীর বাড়ি যশোর জেলায়। তিনি সোনা চোরাচালানের সঙ্গে জড়িত বলে তাদের কাছে তথ্য রয়েছে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত টাকা গণনার কাজ চলছিল জানিয়ে তিনি বলেন, গণনা শেষ হলে তা সংবাদমাধ্যমকে জানানো হবে। এ ঘটনায় বৈদেশিক মুদ্রা ও বিশেষ ক্ষমতা আইনসহ চারটি ধারায় মামলা দায়ের হবে বলে তিনি জানান।

No comments

Powered by Blogger.