বরিশালে কবর থেকে লাশের টিপসই!

দাফনের চার দিন পর কবর খুঁড়ে আবদুল জলিল সিকদার নামে এক বৃদ্ধের লাশের হাতের টিপসই নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা সিকদারপাড়া এলাকায়। প্রয়াত জলিল সিকদারের নাতি আবদুর রহমান ইমন জানান, ২১ ডিসেম্বর ভোরে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার নানার মৃত্যু হয়। জানাজা শেষে ওই দিনই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বৃহস্পতিবার সকালে তারা দেখতে পান কবর খোঁড়া। পরবর্তীতে মাটি সরিয়ে দেখতে পান কবরে দেয়া বাঁশগুলো এলোমেলোভাবে পড়ে রয়েছে। লাশ পেঁচিয়ে রাখা হোগলা কাটা এবং কাফনের কাপড় সরানো। তাদের ধারণা জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন বুধবার রাতের যে কোনো সময় দলিলপত্রে তার নানার হাতের টিপসই নিয়ে তড়িঘড়ি করে মাটিচাপা দিয়েছে। বিষয়টি তারা স্থানীয় কাউন্সিলর মেহেদী হাসান আবির ও কামরুন্নাহার রোজিকে অবহিত করেছেন। কাউন্সিলররা জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন জানান, বিষয়টি তাদের অবহিত করা হয়নি।

No comments

Powered by Blogger.