আ'লীগের ফরম তুলেছেন শিরীন শারমিন

সংরক্ষিত নারী সংসদ সদস্য নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। গত দু'দিনে স্পিকারসহ দলীয় মনোনয়নপ্রত্যাশী ৫ শতাধিক প্রার্থী মনোনয়ন ফরম তুলেছেন। জমাও দিয়েছেন দেড় শতাধিক প্রার্থী। গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো সংরক্ষিত নারী এমপি পদের দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও জমা কার্যক্রম চলেছে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে। এদিন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে তার ব্যক্তিগত সহকারী কামাল বিল্লাহ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আজ শুক্রবার ফরমটি জমা দেওয়া হবে বলে জানা গেছে। শিরীন শারমিন নবম সংসদে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসেবেই স্পিকার নির্বাচিত হয়েছিলেন। গতকাল প্রায় ৩০০ মনোনয়নপ্রত্যাশী ২৫ হাজার টাকার বিনিময়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আর জমা দিয়েছেন প্রায় ১৫০ জন। প্রথম দিন বুধবার মোট ২১০টি ফরম বিক্রি ও দুটি ফরম জমা পড়েছিল।
দ্বিতীয় দিনে স্পিকার ছাড়াও নারী নেত্রীদের মধ্যে ফরিদুন্নাহার লাইলী, ফজিলাতুন্নেছা ইন্দিরা, অধ্যক্ষা খাদিজা খাতুন শেফালী, শেফালী আক্তার, আসমা জেরীন ঝুমু, এখিনব রাখাইন, চেমন আরা তৈয়ব, নাজমা আক্তার, অপু উকিল, কোহেলী
কুদ্দুস মুক্তি, জাহানারা বেগম, অধ্যাপিকা জিন্নাতুন নেসা তালুকদার, তহুরা আলী, শেফালী মমতাজ প্রমুখ মনোনয়ন সংগ্রহ করেন। এ ছাড়া সাংস্কৃতিক কর্মী অ্যাডভোকেট তারানা হালিম, ফাল্গুনী হামিদ ও চিত্রনায়িকা রত্নাও এদিন মনোনয়ন সংগ্রহ করেন। তাদের অনেকে গতকাল ফরম জমাও দিয়েছেন। মনোনয়ন ফরম বিক্রি ও জমার কাজে দায়িত্বপ্রাপ্ত দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের জানিয়েছেন, যারা রাজনীতির মাঠে সক্রিয় ছিলেন, পরিচ্ছন্ন ইমেজের অধিকারী এবং ২০৪১ রূপকল্প অনুযায়ী কাজ করে যাচ্ছেন_ তারাই এবার সংরক্ষিত নারী সংসদ সদস্য পদের দলীয় মনোনয়ন পাবেন। ফরম বিক্রি ও জমাদানের এ প্রক্রিয়ায় দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরও দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট আবদুল মান্নান খান, ড. আবদুস সোবহান গোলাপ, মৃণাল কান্তি দাস প্রমুখ। আজ শুক্রবার শেষ হচ্ছে দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়ার কাজ। আজও যথারীতি সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। এরপর আগামী রোববার বিকেল ৩টায় গণভবনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

No comments

Powered by Blogger.