মধ্য প্রদেশে ছয় আসামির যাবজ্জীবন-সুইস পর্যটককে গণধর্ষণ

সুইজারল্যান্ডের এক পর্যটককে গণধর্ষণ ও ডাকাতির দায়ে ছয় ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ভারতের মধ্য প্রদেশের এক আদালত। গতকাল শনিবার রাজ্যের দাতিয়া জেলার এক দ্রুত বিচার আদালত এ রায় দেন।
ওই পর্যটক তাঁর স্বামীর সঙ্গে ভারতে বেড়াতে এসেছিলেন। মাস তিনেক বিভিন্ন জায়গা ঘোরার পর তাঁরা উত্তর প্রদেশের আগ্রায় তাজমহল দেখার উদ্দেশ্যে রওনা দেন। মধ্য প্রদেশের টিকামগড় জেলার ওড়চা শহরে কয়েকটি রামমন্দির পরিদর্শন শেষে তাঁরা সাইকেলে চড়ে আগ্রার দিকে রওনা হন। ১৫ মার্চ রাত কাটানোর জন্য তাঁরা দাতিয়ায় এক জঙ্গলে রাস্তার পাশে তাঁবু খাটাতে চেয়েছিলেন। তাঁবু খাটানোর সময় রাত ৯টার দিকে তাঁরা আক্রমণের শিকার হন। আটজন লোক লাঠিসোঁটা নিয়ে স্বামীকে বেঁধে রেখে তাঁর সামনেই স্ত্রীকে ধর্ষণ করে। পিটিয়ে ফেলে রেখে যাওয়ার সময় তাঁদের ল্যাপটপ, ক্যামেরা, টর্চ ও মোবাইল ফোন ও প্রায় ১০ হাজার রুপি নিয়ে যায়। পরে ঘটনায় জড়িত সন্দেহে ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার পর ওই নারীকে পার্শ্ববর্তী গোয়ালিয়র জেলার কামালারাজে হাসপাতালে ভর্তি করা হয়। দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের ঘটনার প্রায় তিন মাস পরে এ ঘটনা ঘটে।
মধ্য প্রদেশের পুলিশ কর্মকর্তা ডি কে আরিয়া জানান, বাবা, ভুতা, রাম্প্রো, ব্রজেশ ও বিষ্ণু কাঞ্জার_এ পাঁচজনকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন দেওয়া হয়েছে।
নিতিন কাঞ্জার নামের ষষ্ঠ ব্যক্তিটিকে ডাকাতির দায়ে যাবজ্জীবন দেওয়া হয়েছে। দোষীদের সবাই দাতিয়া জেলার ঝারিয়া গ্রামের বাসিন্দা।
গত ২৫ মে থেকে দাতিয়ার পাটিয়ালা হাউস আদালতে তাদের বিচার শুরু হয়। অভিযোগের কয়েক দিন পরই পর্যটক দম্পতি সুইজারল্যান্ড ফিরে যান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁদের সাক্ষ্য নেওয়া হয়। বাদী পক্ষের আইনজীবী রাজেন্দ্র তিওয়ারি রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। সূত্র : এনডিটিভি।

No comments

Powered by Blogger.