দৈনন্দিন বিজ্ঞান-সুইচ চাপুন শুকনো হাতে

বাসার লাইট, ফ্যান এমনকি কম্পিউটারের ক্যাবলের সুইচগুলো চাপার সময় সাবধান থাকুন। কখনো ভেজা হাতে সুইচ চাপ দেবেন না। কারণ ভেজা হাতে সুইচ চাপলে হাতের পানি সুইচের ভেতর তারের সংস্পর্শে আসতে পারে।
তখন পানির মাধ্যমে আপনার হাতে বিদ্যুৎ পরিবাহিত হতে পারে। আর তাতে শক করতে পারেন আপনি। কখনো বৈদ্যুতিক সুইচবোর্ডে পানি বা কোনো তরল পদার্থ যেমন দুধ ইত্যাদি পড়লে তা সাবধানে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। হাত দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবেন না। ছোটখাটো শক করলে মস্তিষ্কে আঘাত লাগে। তাতে স্মৃতিশক্তির ক্ষতি হয়। আবার বড় ধরনের শক করলে আগুন ধরে যেতে পারে। তাতে আপনার হাতে বা শরীরে আগুন ধরে যেতে পারে। হাতে কোনো ধাতব জিনিস নিয়ে সুইচ চাপবেন না। তাতে শক আরো জোরালোভাবে ঘটে। যদি কেউ শক করে ঝাড়া খায় তাকে মাটি থেকে খাটে বা অন্য কোথাও তুলে রাখুন। আর শক করে বিদ্যুতের বোর্ডে বা তারে লেগে থাকলে পায়ে স্পঞ্জের জুতো পরে শুকনো বাঁশ বা কাঠ দিয়ে ছাড়ানোর চেষ্টা করুন। ক্যাবলের সুইচবোর্ড যতটা সম্ভব শুকনো জায়গায় রাখুন। সম্ভব হলে শুকনো কাঠের উপর রাখুন। মাটির ঘরে যারা বিদ্যুৎ ব্যবহার করছেন তাদের জন্য আরো বেশি সতর্কতা মেনে চলা উচিত।

No comments

Powered by Blogger.