ব্যক্তিত্ব-নূর মোহাম্মদ তারাকি

আজ আফগানিস্তান সম্পর্কে সারা বিশ্বের যে ধারণা, মাত্র তিন দশক আগে তা ছিল না। পাহাড়, মরুভূমি, দুর্গম পথের বিশাল দেশ আফগানিস্তানে ধর্মীয় গোঁড়ামি যেমন বরাবরই আছে, তেমনি অসংখ্য প্রগতিশীল মানুষের জন্মও হয়েছে এ দেশে।
তাঁদেরই একজন ছিলেন নূর মোহাম্মদ তারাকি। হাফিজুল্লাহ আমিন ও বাবরাক কারমালকে সঙ্গে নিয়ে তারাকি সেউর রেভ্যুলুশন ঘটিয়েছিলেন এবং কমিউনিস্ট ডেমোক্রেটিক রিপাবলিক অব আফগানিস্তান প্রতিষ্ঠা করেছিলেন। তিনি রেভ্যুলুশনারি কাউন্সিলের চেয়ারম্যান, সেন্ট্রাল কমিটি অব তিদ পিপলস ডেমোক্রেটিক পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও কাউন্সিল অব মিনিস্টার্সের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তারাকি গজনি প্রদেশের এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন ১৯১৭ সালের ১৫ জুলাই। কৈশোরে তিনি ভারতের মুম্বাই শহরে ক্লার্কের কাজ শুরু করেছিলেন। তখনই ভারতের কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার সদস্যদের সঙ্গে তাঁর পরিচয় ঘটে এবং তিনি স্যোসাল জাস্টিস ও সমাজতান্ত্রিক মূল্যবোধ দ্বারা প্রভাবিত হন। দুই দিকই আছে। তাঁর একনায়কসুলভ মনোভাব রাজনীতিতে তাঁকে ক্ষতিগ্রস্ত করেছে, অন্যদিকে আফগানিস্তানে ভূমি সংস্কার করতে গিয়ে ব্যর্থ হয়েছেন এবং পটপরিবর্তনের সম্মুখীন হয়েছেন। তবে তিনি সাহিত্যিকও ছিলেন। তাঁকে আখ্যা দেওয়া হয়েছিল আফগানিস্তানের ম্যাঙ্মি গোর্কি বলে। আফগানিস্তানের রাজনীতিতে উত্তপ্ত অবস্থার তৈরি হলে তিনি গ্রেপ্তার হন। পরবর্তী সময়ে প্রকাশ পায় যে তাঁকে মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে।
ম. হা.

No comments

Powered by Blogger.