স্নোডেন কোথায়?রাশিয়ার দাবি, স্নোডেন মস্কোতে ঢোকেননি

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক কর্মী অ্যাডওয়ার্ড স্নোডেন রাশিয়ার সীমান্ত অতিক্রম করেননি বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। একই সঙ্গে স্নোডেনের আত্মগোপনের জন্য রাশিয়াকে যুক্তরাষ্ট্রের দোষারোপকে 'ভিত্তিহীন ও অপ্রত্যাশিত' বলেও মন্তব্য করেন তিনি।
গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ল্যাভরভ বলেন, 'স্নোডেন, যুক্তরাষ্ট্রের বিচার প্রক্রিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক কিংবা বিভিন্ন দেশে তাঁর যাতায়াত, এ কোনো কিছুর সঙ্গে আমরা কোনোভাবেই জড়িত নই।' রাশিয়ার এ বক্তব্যের মধ্য দিয়ে স্নোডেনের অবস্থান সম্পর্কে অস্পষ্টতা তৈরি হলো।
গত ২০ মে স্নোডেন যুক্তরাষ্ট্র থেকে হংকং যান। এ মাসের গোড়ার দিকে তিনি ইন্টারনেট ও টেলিফোনে আড়িপাতাসংক্রান্ত যুক্তরাষ্ট্রের গোপন কর্মসূচি 'প্রিজমের' কথা ফাঁস করে দেন। গত ১৪ জুন যুক্তরাষ্ট্র ভার্জিনিয়ার একটি আদালতে স্নোডেনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি, সরকারি সম্পত্তি চুরি ও সেগুলো এখতিয়ারবহির্ভূত ব্যক্তিদের কাছে হস্তান্তরের অভিযোগ দায়ের করেছে। শনিবার যুক্তরাষ্ট্র স্নোডেনকে সাময়িকভাবে গ্রেপ্তারের জন্য চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের কর্তৃপক্ষকে অনুরোধ করে।
রবিবার স্নোডেন মস্কোর উদ্দেশ্যে হংকং ছাড়েন। সূত্র : এএফপি, বিবিসি।

No comments

Powered by Blogger.