কাতারের নতুন আমির তামিম

ছেলে যুবরাজ শেখ তামিম বিন হামাদের (৩৩) হাতে ক্ষমতা ছাড়লেন কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি। গতকাল মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। আজ বুধবার আনুষ্ঠানিকভাবে শেখ তামিম দায়িত্ব নেবেন।
শেখ তামিম শিগগিরই ক্ষমতা নিচ্ছেন- এ মাসের মাঝামাঝিতে এমন একটি খবর ছড়িয়ে পড়ে। গতকাল টেলিভিশনে দেওয়া ভাষণে শেখ হামাদ (৬১) বলেন, 'আমি শেখ তামিম বিন হামাদের হাতে ক্ষমতা ছাড়ার ঘোষণা দিচ্ছি। আমি নিশ্চিত, তিনি দেশের দায়িত্ব নেওয়ার যোগ্য।'
শেখ হামাদ ১৯৯৫ সালে প্রাসাদ ষড়যন্ত্রের মাধ্যমে বাবা শেখ খলিফা বিন হামাদ আল থানির কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন। ওই সময় আল থানি বিদেশ সফরে ছিলেন।
সূত্র : বিবিসি।

No comments

Powered by Blogger.