'মোশাররফের রাষ্ট্রদ্রোহের বিচার হবে'

রাষ্ট্রদ্রোহের অভিযোগে পাকিস্তানের সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফের বিচারের প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গত সোমবার পার্লামেন্টে এ তথ্য জানিয়েছেন।
১৯৯৯ ও ২০০৭ সালে দুইবার সংবিধান স্থগিত করার জন্য মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হবে। দোষী সাব্যস্ত হলে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে।
১৯৯৯ সালে মোশাররফের সামরিক অভ্যুত্থানের কারণে ক্ষমতাচ্যুত হন পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) প্রধান নওয়াজ। গত ১১ মের নির্বাচনের পর সরকার গঠনের তিন সপ্তাহের মাথায় তিনি মোশাররফের বিচারের ঘোষণা দিলেন। গত সোমবার পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে নওয়াজ বলেন, 'মোশাররফ দুইবার সংবিধান লঙ্ঘন করেছেন। একবার ১৯৯৯ সালে, আরেকবার ২০০৭ সালে। পাকিস্তানের সংবিধানের ৬ নম্বর ধারা অনুযায়ী তাঁর ওই পদক্ষেপ রাষ্ট্রদ্রোহের শামিল। এ কারণে তাঁকে কাঠগড়ায় দাঁড় করানোর ব্যাপারে সরকার বদ্ধপরিকর।' পাকিস্তানে রাষ্ট্রদ্রোহের জন্য যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।
এদিকে বেনজির ভুট্টো হত্যা মামলায় মোশাররফকে প্রধান অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা। বেনজির হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকাসহ চার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। সূত্র : ডন।

No comments

Powered by Blogger.