পাকিস্তানে পরমাণু অস্ত্র বহনযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

পাকিস্তান গতকাল স্বল্প-পাল্লার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। হাতফ-৯ নামের এ ক্ষেপণাস্ত্রটি পরমাণু অস্ত্র বহনে ও বিপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাজিত করতে সক্ষম।
দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, স্টেট অব দ্য আর্ট লঞ্চার থেকে দুটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে কোথায় এ পরীক্ষা চালানো হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। ৬০ কিলোমিটার দূরের যে কোন লক্ষ্যবস্তুতে প্রায় নির্ভুল নিশানায় আঘাত হানতে পারবে এ ক্ষেপণাস্ত্রটি। বিজ্ঞানী, প্রকৌশলী ও সেনা কর্মকর্তাদের উদ্দেশ্য করে পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল খালিদ শামিম ওয়াইন বলেন, যে কোন ধরনের আগ্রাসনের বিরুদ্ধে সশস্ত্র বাহিনী পাকিস্তানকে সুরক্ষা দিতে সক্ষম। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ হাতফ-৯ এর সফল পরীক্ষায় সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন।

No comments

Powered by Blogger.