৩ মিনিট দাঁড়িয়ে সংহতি প্রকাশ করলো দেশ

তিন মিনিট দাঁড়িয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানালো পুরো দেশ। বিকাল চারটা থেকে পরবর্তী তিন মিনিট সারা দেশে যে যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করেন এই দাবিতে চলা শাহবাগের আন্দোলনে।
শাহবাগ স্কয়ারে উপস্থিত হাজারো তরুণ, শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ দাঁড়িয়ে যুদ্ধাপরাধীদের দাবি জানান। সচিবালয়ে মন্ত্রী ও সচিবরা ভবনের নিচে নেমে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করেন। সচিবালয়ে বিকাল চারটায় নৌ মন্ত্রী শাজাহান খান, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফসারুল আমীন, আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানসহ ১৩ জন মন্ত্রী শাহবাগের আন্দোলনে সংহতি প্রকাশ করেন। এদিকে স্থানীয় সরকার, গণপূর্ত, যোগাযোগ, নৌ পরিবহন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ ১২জন সচিব ভবনের নিচে নেমে সংহতি প্রকাশ করেন।  সংহতি প্রকাশ করেছেন জাতীয় সংসদের সদস্যরাও। গতকাল শাহবাগ আন্দোলনের সপ্তম দিনে এ কর্মসূচি পালনের আহবান জানানো হয়।

No comments

Powered by Blogger.