এমিলি-মিঠুনকে ক্ষমা করেনি বাফুফে

জাতীয় দল লেবানন যাওয়ার আগের দিন মানিকগঞ্জে খ্যাপ খেলতে গিয়েছিলেন জাহিদ হাসান এমিলি ও মিঠুন চৌধুরী। ওই ঘটনায় হতবাক হয়ে যায় ফুটবল অঙ্গন।
বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি এই দুই খেলোয়াড়কে তিন দিনের মধ্যে জবাব চেয়ে আজ কারণ দর্শাও নোটিশ দিচ্ছে। যদিও ২০ জুলাই ঘটনার দিন রাতেই দুই খেলোয়াড়কে ডেকে পাঠানো হয় বাফুফে ভবনে এবং তখন তাঁরা দুজনই কৃতকর্মের জন্য ক্ষমা চান। তবে ব্যবস্থাপনা কমিটি মনে করে, দুই খেলোয়াড়ের অবশ্যই শাস্তি পাওয়া উচিত।
নোটিশ পাচ্ছেন জাতীয় দলের আরেক খেলোয়াড় জাহিদ হোসেন। ২৮ জুলাই বঙ্গবন্ধু স্টেডিয়ামে লেবাননের বিপক্ষে ফিরতি ম্যাচে কোচ তাঁকে মাঠ থেকে তুলে নিলে এই তরুণ ডাগ আউটে ক্ষুব্ধ হয়ে পানির বোতলে লাথি মেরে ছুড়ে ফেলেন।
কাল ব্যবস্থাপনা কমিটির সভায় আরও অন্যতম সিদ্ধান্ত—অক্টোবরে ঢাকায় এএফসি অনূর্ধ্ব-২০ ফুটবল হচ্ছে, বিকেএসপিতে বাংলাদেশ দলের ক্যাম্প শুরু ২০ আগস্ট। ৩০-৩৫ জনের প্রাথমিক দল গঠনের লক্ষ্যে প্রায় ২০০ খেলোয়াড়ের ট্রায়াল শুরু আজ থেকেই।

No comments

Powered by Blogger.