চারটি মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত চারটি মিউচুয়াল ফান্ড তাদের লভ্যাংশ ঘোষণা করেছে। ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ২১ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ১৮ শতাংশ, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড ১৫ শতাংশ এবং ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড নয় শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠান চারটির পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
চারটি মিউচুয়াল ফান্ডেরই বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ আগস্ট। এ সময় ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের নিট মুনাফা ২৬ কোটি ৫৪ লাখ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪৩ কোটি ৩৫ লাখ, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২১ কোটি ৩৪ লাখ এবং ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ডের নিট মুনাফা ১৮ কোটি ১৫ লাখ টাকা।

No comments

Powered by Blogger.