পাকিস্তানে বোমা বিস্ফোরণে ১৬ ট্যাংক ধ্বংস

পাকিস্তানের পেশোয়ারে গত শনিবার বোমা বিস্ফোরণে ১৬টি জ্বালানি তেলবাহী ট্যাংক ধ্বংস হয়েছে। এসব ট্যাংকে আফগানিস্তানে নিয়োজিত সামরিক জোট ন্যাটোর জ্বালানি তেল সরবরাহ করা হতো।
পেশোয়ারের পুলিশ কর্মকর্তা খুরশিদ খান জানান, পেশোয়ার শহরের অদূরে এক টার্মিনালে ন্যাটোর জ্বালানি তেলবাহী ৪৬টি ট্যাংক পার্ক করা ছিল। সেখানে বোমা বিস্ফোরণে ১৬টি ট্যাংক সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তিনি বলেন, ‘আমরা অন্য ট্যাংকগুলো সরিয়ে নিচ্ছি। টার্মিনালে বোমা পেতে রাখা হয়েছিল, নাকি কোনো ট্যাংকের সঙ্গে বোমা লাগানো হয়েছিল, তা এখনো স্পষ্ট নয়।’ খুরশিদ খান জানান, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে কয়েক দিন আগে আফগানিস্তানে বিদেশি সেনাদের সরঞ্জাম সরবরাহ লাইনে হামলা চালানোর ঘোষণা দেয় তালেবান গোষ্ঠী।

No comments

Powered by Blogger.