ছয় কোম্পানির কাছে কারণ জানতে চেয়েছে ডিএসই

তালিকাভুক্ত ছয় কোম্পানির কাছে এবার অস্বাভাবিক দরপতনের কারণ জানতে চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। গতকাল রোববার এসব কোম্পানির কাছে দরপতনের কারণ জানতে চেয়ে চিঠি দেয় ডিএসই।
কোম্পানিগুলো হলো: ব্যাংকিং খাতের আইএফআইসি ও ডাচ্-বাংলা, বিদ্যু ৎ খাতের ডেসকো, টেলিকম খাতের গ্রামীণফোন, প্রকৌশল খাতের বিডিল্যাম্পস এবং আর্থিক খাতের ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
ডিএসই ওই চিঠির জবাবে কোম্পানিগুলো জানিয়েছে, অস্বাভাবিক দরপতনের মতো কোনো মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।
ডিএসই সূত্রে জানা গেছে, ছয় কোম্পানির মধ্যে গতকাল অবশ্য দিন শেষে ন্যাশনাল হাউজিং ফিন্যান্সের প্রতিটি শেয়ারের দাম ছয় টাকা ২৫ পয়সা বেড়ে প্রায় এক হাজার ১৯৬ ও বিডিল্যাম্পসের প্রতিটি শেয়ারের দাম ৩৫ টাকা বেড়ে সর্বশেষ এক হাজার ৮৪০ টাকায় লেনদেন হয়েছে। অন্যদিকে আইএফআইসি ব্যাংকের প্রতিটি শেয়ারের দাম ২১ টাকা ৫০ পয়সা কমে সর্বশেষ ৭৭৫ টাকা, ডেসকোর দাম ২৬ টাকা ৭৫ পয়সা কমে এক হাজার ৫৯৯ টাকা, গ্রামীণফোনের দাম সাড়ে তিন টাকা কমে ১৭৫ টাকা এবং ডাচ্-বাংলা ব্যাংকের প্রতিটি শেয়ারের দাম ২৪ টাকা ৭৫ পয়সা কমে এক হাজার ৪৭৮ টাকায় লেনদেন হয়েছে।
সাধারণত অস্বাভাবিক দাম বাড়তে থাকলে ডিএসই সংশ্লিষ্ট কোম্পানির কাছে দর বৃদ্ধির কারণ জানতে চায়। কিন্তু গতকাল তার ব্যতিক্রম ঘটেছে। তবে অস্বাভাবিক দরপতনের কারণ জানতে চেয়ে তালিকাভুক্ত কোম্পানিকে চিঠি দেওয়ার ঘটনা এটিই প্রথম নয়।

No comments

Powered by Blogger.