চীনা কমিউনিস্ট পার্টির জন্মস্থান ইয়ানান

চীনের শানজি প্রদেশের ছোট্ট শহর ইয়ানান। চীনা কমিউনিস্টদের কাছে এই শহরের গুরুত্ব অনেক। চীনের কমিউনিস্ট পার্টির ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত শহরটি।
এই ইয়ানান থেকে চীন শাসনের পরিকল্পনা প্রণয়ন করেছিল কমিউনিস্ট পার্টি। গুরুত্বপূর্ণ এই শহরটি দেখার জন্য সেখানে ভিড় জমাচ্ছে পর্যটকেরা।
বিশ্বজুড়ে কমিউনিস্টরা সাধারণত ধর্ম পরিহার করে চলে। তবে ইয়ানান সফরকারী পর্যটকদের দেখতে তীর্থযাত্রীর মতো মনে হয়। যেন তারা কোনো পবিত্র স্থান পরিদর্শন করছে।
ইয়ানানের যে গুহায় মাও থাকতেন, সেই গুহা সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
বিপ্লবী এই নেতা যে কক্ষে থাকতেন, যে কক্ষে বসে কাজ করতেন, সেগুলো ঘুরে বেড়ানোর সুযোগ পান পর্যটকেরা।
মাওয়ের শয়নকক্ষ যেন আগের মতোই আছে। যে সময় মাও সেখানে থাকতেন, আগের মতোই পড়ে আছে একটি ডেক-চেয়ার। কক্ষের দেয়ালে ঝুলছে মাওয়ের পারিবারিক ছবি। ছবিতে মাওকে তাঁর চতুর্থ স্ত্রীর সঙ্গে দেখা যাচ্ছে। সঙ্গে তাঁদের এক সন্তান।
গুহার বাইরে দেখা যায়, পর্যটকেরা দলবদ্ধভাবে ছবি তুলছে। পর্যটকদের অনেকেই পুরোনো কায়দার সামরিক পোশাক পরিহিত।
ঝু জুনচুন নামের এক পর্যটক বলেন, এ ধরনের কঠিন অবস্থার মধ্যে থেকেও তাঁদের পুর্বসূরি জাতি সম্পর্কে ভেবেছিলেন—বিষয়টি তাঁকে স্পর্শ করেছে।

No comments

Powered by Blogger.